আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের টেংরাখালী সার্বজনীন দূর্গা মন্দিরের ভিতরে এই অজ্ঞাত ব্যক্তি ঘোরাফেরা করছিলেন। তার গতিবিধী সন্দেহজনক মনে হওয়ায় এলাকাবাসী সংবাদ দিলে আশাশুনি থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। শনিবার(৫ অক্টোবর) দুপুরে ওই অজ্ঞাত ব্যক্তিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন অফিসার ইনচার্জ নজরুল ইসলাম। তাকে একজন ভারসাম্যহীন ব্যক্তি বলে ধারণা করা হচ্ছে।
