সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের জরুরী সভা এডহক কমিটির বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক সদ্য নিযুক্ত সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের এডহক কমিটির সভাপতি শেখ তারিকুল হাসান এবং বিদ্যুৎসাহি সদস্য মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করে স্বাক্ষর প্রদান করেন কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ সকল (১২০জন) শিক্ষক কর্মচারীবৃন্দ।

০৬-১০-২০২৪ তারিখ সকাল সাড়ে ১০টায় কলেজের হলরুমে কলেজের অধ্যক্ষ এ. কে. এম সফিকুজ্জামানের সভাপতিত্বে জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতভাবে একমত পোষণ করেন যে, উক্ত কমিটির নির্দেশনায় কলেজের কোন কার্যক্রম পরিচালিত হবে না। তাদের অবৈধ হস্তক্ষেপ সর্বসম্মতভাবে প্রতিহত করা হবে।

এছাড়া উক্ত কমিটি বাতিলের জন্য পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সকল শিক্ষাক র্কমচারী ঐকামত পোষণ করে কলেজের অধ্যক্ষের উপরে দায়িত্ব অর্পণ করেন। প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। প্রেসবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষ একেএম শফিকুজ্জামান।

Check Also

তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।