মোঃ সাইদুল হোসেন শহর প্রতিনিধি : বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৭ অক্টোবর) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরার আয়োজনে শিশু একাডেমি মিলনায়তনে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) বিষ্ণুপদ পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, জেলা কালচারাল অফিসার ফাইজা হুসাইন অন্বেষা, বিএডিসির সহকারী পরও কৌশলী ইবনে সিনা, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা। অনুষ্ঠানে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪ উপলক্ষে দেশাত্মবোধক গানে ক বিভাগ ও খ বিভাগে ৩ জন, চিত্রাংকন প্রতিযোগিতায় ক বিভাগ ও খ বিভাগে ৩ জন করে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শিশু একাডেমি সাতক্ষীরার লাইব্রেরিয়ান শেখ রফিকুল ইসলাম।
Check Also
আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়নের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন করা …