এস,এম মোস্তাফিজুর রহমান(আশাশুনি)সাতক্ষীরা প্রতিনিধি।। খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান বলেছেন-বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদেশের রাজনৈতিক দলগুলোকে দেখিয়ে দিয়েছে উদ্দেশ্য অর্জন করতে হলে কি ধরনের আন্দোলন করা প্রয়োজন। দেশের ছাত্র আন্দোলন এক দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছিল পরবর্তীতেতা গণঅভ্যুত্থানে পরিণত হয়েছিল।রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিকসহ সকল ধরনের জনগোষ্ঠীকে রাজপথে নেমে আসতে বাধ্যকরে। গণআন্দোলন সৃষ্টিকরে ফ্যাসিবাদী হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করেছে।
তিনি গতকাল আশাশুনিতে সাতক্ষীরা জেলা আমীর নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। শনিবার (১২অক্টোবর) সকাল ৮ টায় আশাশুনি উপজেলা জামায়াত কার্যালয়ে এ উপলক্ষে এক রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা আমির আবু তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ মোশাররফ হোসেনের সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক,জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আব্দুর সবুর,সাবেক উপজেলা আমীর ডাক্তার নুরুল আমিন, উপজেলা সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মান্নান,নায়েবে আমীর মাওঃ নুরুল আফসার মুর্তাজা,সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট শহীদুল ইসলাম, মাওঃ আব্দুল বারী,শাহ অহিদুজ্জাম শাহীন,বাইতুল মাল সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম,সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ রিয়াছাদ আলী,অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস, উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওঃ আতাউর রহমান, আফসার উদ্দিন খান, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি প্রভাষক শাহাজান আলী,যুব বিভাগ সভাপতি ডাক্তার রোকনুজ্জামান প্রমুখ। সম্মেলনে ২০২৫-২৬ সেশনের জন্য জেলা আমীর নির্বাচনে উপজেলার ৪১৭ জন রোকন(পুরুষ-মহিলা)ভোটার গোপন ব্লোটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …