সাতক্ষীরা কালিগঞ্জে মাসিক রোকন সম্মেলন অনুষ্ঠিত

আব্দুস ছাত্তার, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

ছাত্র -জনতার আন্দোলনের মাধ্যমে অর্জিত বিজয় টেকসই ও অর্থবহ করতে ১৬ বছর পর প্রকাশ্যে নিজ কার্যালয়ে রুকন সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখা।

শনিবার (১২ অক্টোবর ) সকাল ৯ ঘটিকা থেকে জামায়াতে ইসলামীর কালিগঞ্জ উপজেলা কার্যালয়ে এই রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সম্মেলনে জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল ওয়াহাব ছিদ্দিকীর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফের সঞ্চালনায় রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা মহানগর জামায়াতের সুরা সদস্য সাবেক ছাত্রনেতা জাহিদুর রহমান নাঈম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক জি এম আব্দুল গফফার সাবেক আমীর কালিগঞ্জ উপজেলা।

এ সময় উপস্থিত ছিলেন- জামায়াতের উপজেলা নায়েবে আমির মাওলানা লিয়াকাত আলী, সহকারী সেক্রেটারি মাওঃ আনোয়ারুল ইসলাম, আবু ইসলাম ও অধ্যাপক মোশাররফ হোসাইন,
উপজেলা কর্মপরিষদ সদস্য , মাওলানা আব্দুল মোমেন,মাষ্টার ইউসুফ আলী,আফতাব উদ্দিন, ডঃ মিজানুর রহমান,মাওলানা আকবর হোসাইন প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামী-বাকশালীরা মানুষের মর্যাদা দেয়নি, বরং আমাদের ক্ষেত্রে সব সময় শূন্য সহনশীলতা দেখানো হয়েছে। আমাদের ওপর অঘোষিতভাবে দেখামাত্র গুলির নির্দেশ আগে থেকেই ছিল। এমন কোনো জুলুম-নির্যাতন নেই, যা আমাদের ওপর চালানো হয়নি। প্রথমসারির সব নেতাকে মিথ্যা ও বানোয়াট মামলায় ফাঁসি দেওয়া হয়েছে। অসংখ্য নেতাকর্মীকে গুম-খুন করা হয়েছে; কিন্তু তারা জামায়াতের অগ্রযাত্রা কোনোভাবেই রোধ করতে পারেনি।
তিনি বলেন, শত শাহাদাত ও জুলুম-নির্যাতনের পথ ধরেই জামায়াত কাঙ্ক্ষিত গন্তব্যে সফলভাবেই অগ্রসর হচ্ছে। আগামী দিনে মানবতার মুক্তির জন্য বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ।এ জন্য জামা্যাতের রোকনদের প্রধান কাজ হল উপজেলার সকল মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানো। নৈতিক চরিত্রকে হাতিয়ার হিসেবে জনগণের মাঝে ব্যবহার করে আমাদের আরো বলিষ্ঠতাঁর সাথে কাজ করতে হবে।শহীদের রক্তে যে জমিন সিক্ত হয়েছে ইসলামের জন্য সে জমিন বরাদ্দ হয়ে গেছে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের জানমালকে আল্লাহর পথে ব্যয় করে রোকুনিয়াতে শপথের মানকে রক্ষা করতে হবে।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।