এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি,প্রতিনিধি।।আশাশুনিতে শারদীয়া দুর্গোৎসব এর সমাপনী দিনে প্রতিমা বিসর্জনের পূর্বে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
রবিবার (১৩অক্টোবর) দুপুর ১২ টার দিকে তিনি আশাশুনিতে গমন করেন।
তিনি উপজেলার মধ্যে অন্যতম সুন্দর ও দর্শনীয় পূজা মন্ডপ উপজেলার মহেশ্বরকাটি ও বুধহাটা পূজা মন্ডপ পরিদর্শন করেন। এছাড়া অন্যান্য পূজা মন্ডপও পরিদর্শন করেন। পরিদর্শণকালে তিনি মন্ডপগুলোর সার্বিক বিষয়ে খোজ খবর নেন। পূজা পরিচালনা কমিটি ও আইনশৃংখলা রক্ষার কাজে নিয়োজিতদের সাথে কথা বলেন। তিনি আয়োজনের বিষয় নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সতর্কতার সাথে বিসর্জন কার্যক্রম সম্পন্ন করতে নির্দেশনা প্রদান করেন।
এসময় সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, সম্পাদক রনজিত কুমার বৈদ্য প্রমুখ উপস্থিত ছিলেন।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …