শ্যামনগর (সদর) প্রতিনিধি: দীর্ঘদিন সুন্দরবন বনদস্যু মুক্ত থাকার পর অতি সম্প্রতি বনদস্যু আকাশ বাহিনী পরিচয়ে জেলেদের কাছে মোবাইল ফোনে টাকা দাবির অভিযোগ উঠেছে আত্মসমর্পনকৃত বনদস্যু আলিম বাহিনীর প্রধান আব্দুল আলিমের বিরুদ্ধে।
এঘটনায় সুন্দরবন নির্ভরশীল জেলেদের মাঝে ফের বনদস্যু আতঙ্ক শুরু হয়েছে। আলিম বাহিনীর প্রধান আব্দুল আলিম মুন্সিগঞ্জ বাসষ্ট্যান্ড সংলগ্ন আঃ মালেকের পুত্র। আলিম বর্তমানে ভারতের দক্ষিণ ২৪ পরগনা জেলায় বসবাসরত জেলে সূত্রে জানাযায়।
সুন্দরবন সংলগ্ন কালিঞ্চী গ্রামে আঃ রহমান জানান, গত বৃহস্পতিবার বিকালের দিকে আলিম ০০৯১৯৩৮২৬২৩৯৮১ নং মোবাইল ফোনের মাধ্যমে জেলেদের কাছে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে সুন্দরবনে মাছ ধরতে গেলে দেখে নেওয়ার হুমকি দেয়।
বুড়িগোয়ালিনী গ্রামে জেলে আবুল হোসেন বলেন, একই নাম্বারে আলিম আমাকেও ফোন দিয়ে ৫০ হাজার টাকা দাবি করে। গাবুরার জেলে অয়ন ও শরীফ একই অভিযোগ করেন। জেলেরা বিষয়টি বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসকে অবহিত করেছেন জানান। উল্লেখ্য বনদস্যু আব্দুল আলিম ইতোপূর্বে র্যাবের কাছে অস্ত্র সহ আত্মসর্পন করে।
এবিষয়ে বুড়িগোয়ালিনী বনস্টেশন কর্মকর্তা (এসও) হাবিবুর রহমান হাবিব বলেন, জেলেদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর সুন্দরবনে টহল জোরদার করা হয়েছে।