স্টাফ রিপোটারঃ মাদ্রারাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় সারাদেশে পাশ ৯৩ দশমিক ৪০ শতাংশ, সেখানে সাতক্ষীরা সদরে ৮৭.২৮ শতাংশ। সাতক্ষীরা আলিয়া কেন্দ্রের অধীনে ১০টি আলিম মাদ্রাসা থেকে চলতি বছর ৩৮৫ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪৯ জন।
জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় ১১ জন, আহসানিয়া মিশন মাদ্রাসায় ৯ জন, খানপুর আলিম মাদ্রাসায় ৭ জন, কাথনডা আলিম মাদ্রাসায় ৬ জন, আগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসায় ৫ জন, ঝাওডাঙ্গা কামিল মাদ্রাসায় ৫ জন, আয়েনউদ্দীন মাদ্রাসায় ৩ জন, হযরত আবু বক্কর মাদ্রাসায় ২ জন ও মাহমুদপুর মাদ্রাসায় ১ জন জিপিএ-৫ পেয়েছেন। বিগত কয়েক বছরের মধ্যে এটায় সাতক্ষীরা সদরের সর্বোচ্চ রেজাল্ট।
সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ রুহুল আমিন জানান, আলিমে এবছর তার প্রতিষ্ঠান থেকে ২০ জন ছাত্রী অংশ গ্রহণ করেন। ৩জন জিপিএ-৫ সহ শতভাগ পাশ করেন প্রতিষ্ঠানটি থেকে। মঙ্গলবার বেলা ১১টায় এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। সারা দেশে আলিমে এবার পাসের হার ৯৩ দশমিক ৪০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৬১৩ জন।
আবু সাইদ বিশ্বাস
সাতক্ষীরা
১৫/১০/২৪