আশাশুনি প্রতিনিধি।। আশাশুনি উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৭টি প্রতিষ্ঠানের ফলাফল পাওয়া গেছে। বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল থেকে তথ্য সরবরাহ না করায় তাদের ফলাফল ব্যতীত বাকী ৭ প্রতিষ্ঠান থেকে ১৩৯৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। এর মধ্যে ১২২০ জন কৃতকার্য হয়েছে। প্রতিষ্ঠান ওয়ারী ফলাফল নিম্নে দেওয়া হলো।
আশাশুনি সরকারি কলেজ: মোট পরীক্ষার্থী ৩৯৬ জন, কৃতকার্য ৩৪৩ জন। যার মধ্যে এ+১৬, এ ১৭৭, এ-১১২, বি ৩২, সি ৬, অকৃতকার্য ৫৩। এছাড়া বিএমটি কোর্সে ১৪৪ জনের মধ্যে কৃতকার্য হয়েছে ১৩৯ জন। পাশের হার৮৯.২৬%।
আশাশুনি মহিলা কলেজ: পরীক্ষার্থী ৬৪, কৃতকার্য ৪২। এ ১০, এ-১৮, বি ১৪, ফেল ২০ জন। পাশের হার ৬৬%।
এপিএস ডিগ্রী কলেজ ঃ পরীক্ষার্থী ১৮৮, কৃতকার্য ১৫৩। এ+৭, এ ৮৪, এ- ৩৬, বি ১৫, সি ১১, ফেল ৩৫ জন। পাশের হার ৮১.৩৮%।
হাজী জালাল উদ্দীন আদর্শ কলেজ : পরীক্ষার্থী ৯২, কৃতকার্য ৭২, এ+৪, এ ৪৭, এ-১১, বি ৮, সি ২, ফেল ২০ জন। পাশের হার ৭৮%।
বুধহাটা মহিলা কলেজ : পরীক্ষার্থী ৩, কৃতকার্য ২, এ ১ ও এ-১ জন। পাশের হার ৬৬%।
মৌলভী আব্দুল লতিফ কলেজ : পরীক্ষার্থী ২০২, কৃতকার্য ১৮৪, এ+ ১৫, এ ৯০, এ-৪৫, বি ২৭, সি ৭, ফেল ১৮ জন। পাশের হার ৯১.০৯%।
বড়দল আফতাব উদ্দীন কলেজ : পরীক্ষার্থী ৩০৪, কৃতকার্য ২৮৫, এ+৩৪, এ ১২৯, এ-৫১, বি ৩৯, সি ১৩ ও ফেল ১৯ জন। পাশের হার ৯৪%।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …