শহর প্রতিনিধি : সাতক্ষীরায় বিজিবির পৃথক অভিযানে ভারতীয় নাগরিক সহ ৪ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে দুজনকে ফেন্সিডিল সহ আটক করা হয়েছে। মঙ্গলবার(১৫ অক্টোবর) সকালে পৃথক এই অভিযান চালানো হয়।
ফেনসিডিলসহ আটককৃতরা হলো- সদর উপজেলার রাজারবাগান এলাকার মো: হাসান আলী ও জামাল বাদশা। এছাড়া অবৈধভাবে ভারত থেকে আসার সময় উত্তর চব্বিশ পরগনার মো: মিজান আলী ও সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার শেখ আলিমুর রহমান।
বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজিবি অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির সীমানা পিলার থেকে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ৭৩ বোতল ফেন্সিডিল সহ জামাল ও হাসানকে আটক করা হয়। এছাড়া অপর এক অভিযানে ভোমরা বিওপির সীমানা পিলার থেকে ২০০ গজ বাংলাদেশের ভেতরে অবৈধভাবে ভারত থেকে আসা আলিমুর ও মিজানকে আটক করা হয়। আটককৃতদের সদর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া জব্দকৃত মাদক ব্যাটালিয়ন সিজার স্টোরে রাখা হয়েছে।