মাসুদ রানা, সাতক্ষীরা:২০২৪ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি)/ আলিম ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলে ১১টি বোর্ডে গড় পাশের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৪৫ হাজার ৯১১ শিক্ষার্থী।
মাদ্রাসা শিক্ষা বোর্ডে মোট পাশের হার ৯৩ দশমিক ৪০। এ বছর আলিম পরীক্ষায় সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা থেকে মোট ৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এবং ৯৬ দশমিক ৯৬ শতাংশ পাশ করে উত্তীর্ণ হয়েছে।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মানবিক বিভাগ থেকে ৭ জন ও বিজ্ঞান বিভাগ থেকে ৪ জন সহ মোট ১১ জন ‘এ+’ পেয়েছে।
বাকী শিক্ষার্থীদের মধ্যে ‘এ’গ্রেড ৩৮ জন, এ- মাইনাস ১১ জন,’ বি’ গ্রেড ৩ জন , ‘সি’ গ্রেড ১ জন এবং ২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ না করায় অকৃতকার্য হয়েছে।
উক্ত ফলাফলে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও শিক্ষকরা আনন্দিত এবং উচ্ছ্বসিত।
শিক্ষার্থীদের এই ফলাফলে উচ্ছ্বসিত প্রকাশ করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ডক্টর মুফতি আক্তারুজ্জামান বলেন, শিক্ষার্থীদের এই ফলাফলে আমি অনেক আনন্দিত এবং গর্বিত। আমি আশা রাখছি এই ফলাফল অব্যাহত থাকবে এবং আগামীতে আরও বেশি সংখ্যক শিক্ষার্থী এ প্লাসের পাশাপাশি ভালো রেজাল্ট করে প্রতিষ্ঠানের মান উন্নীত করবে।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …