৯৪ হাজার কিশোরীকে দেওয়া হচ্ছে এইচপিভি টিকা
সাতক্ষীরা সংবাদদাতাঃ জরায়ুমুখে ক্যানসার রোধে সাতক্ষীরায় ৯৪ হাজার কিশোরীকে দেওয়া হবে এক ডোজ এইচপিভি টিকা। এইচপিভি টিকাদান ক্যাম্পেইনে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের দেওয়া হবে। বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১ টায় সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি সভায় এসব তথ্য উপস্থাপন করা হয়।
ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্যাভি ও পাথ এর সহযোগিতায় অনুষ্ঠিত এডভোকেসি সভায় সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ মো. আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন। এসময় বক্তব্য রাখেন , জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক বশির আহমেদ, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার দেবনাথ, সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৗশলী মোহাম্মদ ফেরদৌস আরেফিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী,ইসলামিক ফাউন্ডেশনের উপ- পরিচালক মো. মেহেদী হাসান, পাথ বাংলাদেশের কর্মকর্তা ডাঃ মো. নুরুল ইসলাম, সুশীলন সংস্থার উপপরিচালক জি এম মনিরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নাজমুস সাকিব,মেডিকেল অফিসার ডাঃ মো. আবু হোসেন, সাতক্ষীরা পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকাত আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক চক্রবর্তী।
এডভোকেসি সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সারা দেশে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী এইচপিভি টিকাদান কার্যক্রম একটি যুগান্তকারী পদক্ষেপ। বাংলাদেশে নারীদের ক্যানসারজনিত মৃত্যুর মধ্যে জরায়ুমুখ ক্যানসার দ্বিতীয় সর্বোচ্চ। এইচপিভি টিকা জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধ করে। এ টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর। সরকার এই টিকা বিনামূল্যে দিচ্ছে। টিকা পেতে নিবন্ধন করতে হবে। আগামী ২৪ অক্টোবর থেকে এ কার্যক্রম শুরু হচ্ছে । বিনামূল্যে এইচপিভি টিকা দেয়া হবে।