শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি : ছাত্র শিক্ষক কৃষক ভাই ইঁদুর দমনে সহযোগিতা চাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) বেলা ১২টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির আয়োজনে খামারবাড়ির কনফারেন্স রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএডিসি সাতক্ষীরার উপপরিচালক (বীউ) মো. রমিজুর রহমান, আইডিয়াল এর নির্বাহী পরিচালক কৃষিবিদ ডা. নজরুল ইসলাম, ডিএই (শস্য) সাতক্ষীরার অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ ইকবাল আহমেদ, সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনির হোসেন, শ্যামনগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাজমুল হুদা, সদর কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ রুম্মন শাহরিয়ার প্রমুখ। অপরদিকে একই স্থানে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাল্টিমিডিয়া প্রজেক্টর এর মাধ্যমে ইঁদুর নিধনকল্পে বিভিন্ন দিকনির্দেশনা এবং বিশ্ব খাদ্য দিবসের তাৎপর্য তুলে ধরেন অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ মোঃ জামাল উদ্দিন।
এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি কর্মকর্তা, কৃষি কর্মকর্তা ও কৃষক কৃষাণী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সদর অতিরিক্ত কৃষি অফিসার প্লাবনী সরকার।