সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরায় দুই জেলে আটক

শ্যামনগর (সদর) প্রতিনিধি: পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জ সুন্দরবনের নদীতে বিষ দিয়ে মাছ ধরার সময় দুই জেলেকে মালপত্রসহ আটক করেছেন বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসের সদস্যরা।

বৃহস্পতিবার ভোরের দিকে বুড়িগেয়ালিনী বনষ্টেশন কর্মকর্তা (এসও) হাবিবুল ইসলামের নেতৃত্বে সদস্যরা সুন্দরবনের গহিনে তেরকাটি খালে বিষ দিয়ে মাছ ধরার সময় ওই দুই জেলেকে হাতে নাতে আটক করে।

এসময় জেলেদের ব্যহৃত ১টি নৌকা, ব্যবহার নিষিদ্ধ ভেষালী জাল ও আহরণকৃত চিংড়ি মাছ জব্দ করে আভিযানিক দল। তবে, অভিযানের খবর টের পেয়ে জেলেরা বিষের বোতল নদীতে ছুড়ে ফেলে।

আটক দুই জেলে হলেন- উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামের ইসহাক সরদারের ছেলে ইয়াকুব সরদার ও মুন্সিগঞ্জ গ্রামের মমতাজ মোড়লের ছেলে শহিদুল মোড়ল।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।