কালিগঞ্জের ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসের ভলিউম বইয়ের পাঁচটি পাতা গায়েবের অভিযোগে কালিগঞ্জের ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেনসহ ৫জনকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তাদেরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন (৫৫), তার ভাতিজা ইয়াছিন আরাফাত শাওন (২৮), রেজিস্ট্রি অফিসের নকলনবিশ অনলকৃষ্ণ রায়, কাজী আবুল বাশার ও স্ট্যাম্প ভেন্ডার এমএম শাহজাহান।

সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসার মো: রিপন মুন্সি জানান, তার অফিসের ভলিউম বইয়ের পাঁচটি পাতা উধাও হয়ে গেছে।  এ ঘটনায় সন্দেহভাজনদের গত ১৬ অক্টোবর রাতে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ শেষে কালিগঞ্জের ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেনসহ ৫জনের সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হয়ে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তারা পরস্পর যোগসাজশে এ অপরাধ করেছেন বলে জানান তিনি।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।