তালার সুভাশুনি ঢালীপাড়া বিলের ঝোপঝাঁড় থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় সনাক্ত করেছে নিহতের স্বজনেরা। অন্যদিকে থানায় এব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হলেও মৃত্যুর সঠিক কারন অনুসন্ধানে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারি কর্মকর্তা এস.আই বুলবুল কবির।
নিহতের ভাই মশিয়ার রহমান জানান, গত ১১ অক্টোবর তালা উপজেলার সুভাশুনী ঢালিপাড়া এলাকার একটি বিলের ঝোপঝাঁড়ের মধ্যে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া গলিত লাশটি তার ভাই আবু তালেব (৩০) এর। তার পিতা মৃত: শরফুদ্দিন মোড়ল বাড়ি পাশ্ববর্তি হাতবাঁশ গ্রামে। নিহত আবু তালেব দু’সন্তানের জনক এবং অত্যন্ত নিরিহ প্রকৃতির দিন মজুর শ্রেণীর মানুষ।
উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজের পর বিলের মধ্যে গলিত অবস্থায় ভেসে উঠা একটি লাশ দেখে এলাকাবাসি পুলিশে খবর দিলে তালা থানা পুলিশ ও পিবিআই এর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। প্রাথমিকভাবে লাশটির পরিচয় সনাক্ত না হওয়ায় ময়না তদন্তের পর বেওয়ারিশ হিসেবে লাশটি সাতক্ষীরার সরকারি গোরস্তানে দাফন করা হয় এবং ওই দিনই তালা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয় যার নং ২৪ তারিখ ১১/১০/২০২৪।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই বুলবুল কবির জানান, ময়না তদন্ত রিপোর্ট প্রাপ্তির পর বিষয়টি পরিষ্কার হবে। তবে এ হত্যাকান্ড বা মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে পুলিশ তৎপরতা অব্যাহত রয়েছে।