আব্দুর রাজ্জাক : আশাশুনি উপজেলার দক্ষিণ চাপড়া পুরাতন জামে মসজিদ ও মাদ্রাসার নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিসমিল্লাহ হ্যাচারীর স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ গাউছুল হোসেন রাজ।
মসজিদের সকল মুসল্লিদের অনুমতিক্রমে মসজিদ ও দক্ষিণ চাপড়া হাফিজিয়া মাদ্রাসার ৫ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি করা হয়েছে আলহাজ্ব গাউছুল হোসেন রাজকে। কমিটির সেক্রেটারী হাফেজ মোঃ কামরুজ্জামান, সহ সভাপতি মোঃ ফয়জুল সরদার ও মোঃ রেজাউল করিম, সহ সেক্রেটারী মোঃ আকবর হোসেন ও মোঃ ইউনুছ আলী ভুন্ডুল, ক্যাশিয়ার আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন, সহ ক্যাশিয়ার মোঃ হবিবর রহমান, প্রচার সম্পাদক মোঃ একিম উদ্দীন এবং সদস্য মন্ডলী মোঃ মাহবুবর রহমান, নাজমুল হোসেন লাল্টু, ফজলুর রহমান (সাবেক মেম্বার), আঃ গফফার মাস্টার, শহিদুল ইসলাম, আলহাজ্ব দবির উদ্দীন সরদার, আঃ খালেক দাদা, আহছান হাবিব ও মোবারক হোসেন। এছাড়া ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন শেষে নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব গাউছুল হোসেন রাজ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আগামীতে কমিটি, মুসল্লিবৃন্দ ও গ্রামবাসীকে সঙ্গে নিয়ে উপজেলার মধ্যে দক্ষিণ চাপড়া পুরাতন জামে মসজিদ ও মাদ্রাসাকে মডেল মসজিদ ও মাদ্রাসায় রূপান্তর করা হবে। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …