আশাশুনি প্রতিনিধি।। আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানার আসামীসহ ৫ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শনিবার (২০ অক্টোবর) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ লিটন মল্লিক, এসআই বিশ্বজিত কুমার ঘোষ, এএসআই মোঃ জাকির হোসেন সংগীয় ফোর্সের সহায়তায় আসামীদের গ্রেফতার করেন। অভিযানকালে জিআর-২৮/২৪ (আশাঃ) এর আসামী চেউটিয়া গ্রামের মৃত আক্কাজ গাজীর ছেলে আব্দুর রহিম গাজী ও হাকিম গাজীকে এবং আশাশুনি থানার মামলা নং-৩(১০)২৪ এর সন্দিগ্ধ আসামী গোয়ালডাঙ্গা গ্রামের আঃ খালেক মোড়লের ছেলে মনিরুজ্জামান ডালিম, আশাশুনি গ্রামের আঃ রহমানের ছেলে রাজু আহমেদ পিয়াল ও তুয়ারডাঙ্গা গ্রামের মৃত আকামুদ্দীন সানার ছেলে সিরাজুল ইসলামকে থানা এলাকা হতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Check Also
তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …