এখন থেকে বিদ্যুৎ ও গ্যাসের দাম সরকার নির্ধারণ করবে না

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সরকার নয়, এখন থেকে গণশুনানির মাধ্যমে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ করবে।  বিইআরসির মাধ্যমেই এই সিদ্ধান্ত আসবে।

রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত জ্বালানি বিষয়ক সেমিনারে তিনি এ কথা জানান।

ফাওজুল কবির বলেন, জ্বালানি নিয়ে বিগত সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। গ্যাস অনুসন্ধানে বিগত সরকারের তেমন আগ্রহ ছিল না। বরং তারা জরুরি কারণ ও বাড়তি চাহিদা দেখিয়ে বিদ্যুৎকেন্দ্র তৈরি করেছে।

জ্বালানি উপদেষ্টা জানান, নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে চাইলে আপত্তি নেই। তবে সরকারের কাছে বিদ্যুৎ বিক্রি করতে চাইলে অবশ্যই দরপত্রের মাধ্যমে আসতে হবে।

https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-9589667218503970&output=html&h=250&slotname=2659133216&adk=742404044&adf=3697944342&pi=t.ma~as.2659133216&w=300&abgtt=6&lmt=1729414299&format=300×250&url=https%3A%2F%2Fwww.jugantor.com%2Fnational%2F867536&wgl=1&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMC4wIiwieDg2IiwiIiwiMTI5LjAuNjY2OC4xMDEiLG51bGwsMCxudWxsLCI2NCIsW1siR29vZ2xlIENocm9tZSIsIjEyOS4wLjY2NjguMTAxIl0sWyJOb3Q9QT9CcmFuZCIsIjguMC4wLjAiXSxbIkNocm9taXVtIiwiMTI5LjAuNjY2OC4xMDEiXV0sMF0.&dt=1729414299395&bpp=1&bdt=317&idt=103&shv=r20241014&mjsv=m202410150101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Dbcf83c07bdbcab75%3AT%3D1726415181%3ART%3D1729414083%3AS%3DALNI_MaQf0R8SJ9f_shafQTzCmJ5tdSBXw&gpic=UID%3D00000f09f2e9c6a8%3AT%3D1726415181%3ART%3D1729414083%3AS%3DALNI_MbM2Ejivd4oOe3Xiecd–uIuc8gwg&eo_id_str=ID%3D3f7191484cc70c74%3AT%3D1726415181%3ART%3D1729414083%3AS%3DAA-AfjZFiT7009y-PHn3bV4Ozx7k&prev_fmts=0x0%2C728x90&nras=1&correlator=2385954533296&frm=20&pv=1&u_tz=360&u_his=3&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_sd=0.9&dmc=8&adx=-12245933&ady=-12245933&biw=1498&bih=674&scr_x=0&scr_y=0&eid=95343853%2C44759875%2C44759926%2C44759837%2C31087700%2C31088130%2C95332927%2C95333411%2C95344189%2C31088249%2C31087609&oid=2&pvsid=317764526876360&tmod=2115398115&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fwww.jugantor.com%2F&fc=1920&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C1366%2C728%2C1517%2C674&vis=1&rsz=%7C%7CenEr%7C&abl=CS&pfx=0&fu=32768&bc=31&bz=0.9&td=1&tdf=0&psd=W251bGwsbnVsbCwibGFiZWxfb25seV81IiwxXQ..&nt=1&ifi=3&uci=a!3&fsb=1&dtd=108

তিনি বলেন, নির্বাচিত সরকার ক্ষমতা নেই, কিন্তু আমরা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছি। মন্ত্রণালয়ে এখন আর কোনো নির্ধারিত বিডার নেই।

অনেকের নানা দাবি নিয়ে আন্দোলন করার সমালোচনা করে ফাওজুল কবির বলেন, ধান কাটার মৌসুমের মতো এখন দাবি-দাওয়ার মৌসুম চলছে। কিন্তু সবার সব দাবি মেনে নেওয়ার সুযোগ নেই। এ সরকারকে দুর্বল ভাবলে ভুল করবে। 

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।