কামরুজ্জামান-মিঠু, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
তালায় অগ্রসর কর্মী শিক্ষা শিবির ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার তালায় অগ্রসার কর্মী শিক্ষা শিবির ২০১৪ অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ অক্টোবর রবিবার বিকাল ৩.৩০ মিনিটে তালা ফাজিল ডিগ্রী মাদ্রাসার হল রুমে এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। মাওলানা মফিদুল্লাহ এর সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও তালা কলারোয়া সংসদীয় আসনের নমিনি জনাব অধ্যক্ষ মোহাম্মাদ ইজ্জতুল্লাহ, অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গাজী সুজায়েজ আলী, বিশেষ অতিথি কেন্দ্রীয় সূরা সদস্য ও সাবেক তালা উপজেলা আমির ডাক্তার মাহমুদুল হক। বক্তব্য রাখেন সাতক্ষীরা সহর শাখার সেক্রেটারি জনাব খোরশেদ আলম। ঢাকা মোহাম্মদপুর থানা আমির মোহাম্মদ মনিরুজ্জামান শামীম। ৭ নং ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান ও জামায়াত নেতা অধ্যাপক গোলাম ফারুক ।অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সুন্দর সুখী এবং সমৃদ্ধশালী রাষ্ট্র গঠন করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সেই সাথে ব্যক্তির উন্নয়ন এবং জ্ঞান অর্জনের মাধ্যমে আমাদেরকে আরো সমৃদ্ধশালী হতে হবে এবং সমাজের প্রতিটা সেক্টরে ইসলামের দাওয়াত পৌছে দিতে হবে। রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের সকলকে নিরলশভাবে কাজ করতে হবে। এছাড়া তিনি এর আগে আলাদাভাবে তালার জাতপুর ও খেজুরবুনিয়া বাজারে সংক্ষিপ্ত পথসভায় গুরুত্বপূর্ণ বক্ব্য রাখেন। সবশেষে তালা ফাজিল ডিগ্রী মাদ্রাসার শিক্ষাশিবির অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।
Check Also
তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …