সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী আশরাফুল ইসলাম দোলন ও তার তিন সহযোগীকে আটক করা হয়েছে। সোমবার ভোরে শহরের পলাশপোল থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে ৫ই আগস্ট সদর থানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে
আটককৃতরা হলো- সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার নওশের আলীর ছেলে আশরাফুল ইসলাম দোলন, একই এলাকার আব্দুস সবুরের ছেলে আবির মন্ডল, শ্যামনগরের নোয়াবেকী এলাকার সুমন বিশ্বাস ও বিশ্বজিত রায়।
সাতক্ষীরা সদর থানার দায়িত্বরত সেনাবাহিনীর মেজর ইশতিয়াক ইবনে হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন নাহিদুল হক খানের নেতৃত্বে একটি আভিযানিক দল শীর্ষ সন্ত্রাসী দোলনের বাড়িতে সোমবার ভোরে অভিযান চালায়। এ তিন সহযোগীসহ দোলনকে চাইনিজ পিস্তল , দুটি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি ও গাঁজাসহ আটক করা হয়। আটক আসামী, জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও গাঁজা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মেজর ইশতিয়াক।
সাতক্ষীরা সদর থানার ওসি মো: শফি জানান, এঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
Check Also
সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …