সাতক্ষীরা সাংবা‌দিক ফোরা‌মের মত বিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রি‌পোর্টার: মোখ‌লেছুর রহমান: বি‌ভিন্ন প‌ত্রিকায় কর্মরত সাতক্ষীরা সাংবাদিকদের সংগঠন ‘সাতক্ষীরা সাংবাদিক ফোরাম, এর উদ্যোগে বুধবার এক মত‌বি‌নিয় সভ অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র সাংবাদিক ও সংগ্রা‌ম প‌ত্রিকা-এর সিনিয়র রিপোর্টার আবু সাইদ বিশ্বাসের সভাপতিত্বে সাতক্ষীরা আল-আ‌মিন ট্রা‌স্টের কনফা‌রেন্স রু‌মে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অ‌তি‌থির বক্তবব্য রা‌খেন সাতক্ষীরা শহর জামা‌তের আ‌মির জা‌হিদুল ইসলাম। ‌তি‌নি ব‌লেন সাংবা‌দিক হ‌লো সমা‌জের দর্পন। সততা ও নিষ্ঠার সা‌থে এ কা‌জে ভু‌মিকা রে‌খে সামা‌জের অন‌্যায়, দুর্নী‌তি ও আপরা‌ধের বিরু‌দ্ধে রু‌খে দাড়া‌তে হ‌বে।

সভায় সাতক্ষীরার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাতক্ষীরা জেলার সাংবাদিকদের তালিকা তৈরি ও যোগাযোগের মাধ্যমে তালিকা হালনাগাদ, সদস্য ফরম তৈরি, গঠনতন্ত্রের খসড়া তৈরি, আই‌ডি কার্ড তৈ‌রি সহ বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।