সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী উৎসব-

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :: সাতক্ষীরায় ফুলকড়ি আসরের ৫০বছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শিশু, কিশোর, অভিভাবক সমাবেশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার (২৫শে অক্টোবর) সাতক্ষীরা লেক ভিউ কনভেনশন সেন্টারে “পৃথিবীকে গড়তে হলে, সবার আগে নিজেকে গড়তে হবে” এই স্লোগানকে সামনে রেখে ফুলকুড়ি আসরের ৫০ বছর পুর্তিতে সাতক্ষীরা শহর শাখার আয়োজনে এই শিশু কিশোর,অভিভাবক সমাবেশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী অফিসার শোয়াইব আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন
ফুলকুড়ি আসরের প্রধান পরিচালক সাইফুল ইসলাম।

উল্লেখ্য যে, ফুলকুঁড়ি আসর একটি জাতীয় শিশুকিশোর সংগঠন যেটি ১৯৭৪ সালের ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়ে সারাদেশব্যাপী শিশুকিশোরদের মেধা বিকাশে কাজ করে যাচ্ছে যার নিবন্ধন নং ঢ-০৪৫৯। শিশুকিশোরদের নির্মল চরিত্র, সুন্দর মন আর সুস্থ দেহের অধিকারী সুনাগরিক এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য ফুলকুঁড়ি আসর পাঁচটি বিভাগের অধীনে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।