সুন্দরবনে মুক্তিপণের দাবিতে দুই জেলেকে অপহরণ

শ্যামনগর প্রতিনিধি: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে কাঁকড়া শিকারে যাওয়া মফিজুর রহমান(৩৩) ও মৃনাল সরদার(৩২) নামে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা।

বৃহস্পতিবার দুপুরে পশ্চিম সুন্দরবনের কোষ্টাখালী খাল থেকে চার বন্দুকধারী মুক্তিপণের দাবিতে তাদের অপহরণ করে। এসময় জয়দেব, মুকুল, রেজাউল নামের আরও তিন ঝেলেকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয় ঐ বনদস্যুরা। মফিজুর ও মৃনাল যথাক্রমে শ্যামনগর ও কয়রা উপজেলার বাসিন্দা।

ফিরে আসা জেলে আব্দুর রহিম জানায় তারা দু’দিন আগে সুন্দরবনে কাঁকড়া শিকারে যায়। বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে সুন্দরবনের কোষ্টাখালী ও চুনকুড়ি নদী থেকে অজ্ঞাত নাম পরিচয়ের চারজন তাদের পাঁচজনকে জিম্মি করে। একপর্যায়ে মাথাপিছু ১০ হাজার করে টাকা নিয়ে তিনজনকে ছাড়লেও মফিজুর ও মৃনালকে তারা জিম্মি করে রাখে।

আব্দুর রহিম ও তার সহযোগী জেলে আবুল বাসার জানান জেলেদের জিম্মি ঘটনায় চারজন জড়িত। একটি ডিঙি নৌকায় অবস্থান করলেও তাদের কাছে দুটি এক নলা বন্দুক রয়েছে। শুরুতে নৌকা প্রতি ৫০ হাজার টাকা দাবি করলেও পরবর্তীতে ১০ হাজার করে নিয়ে জিম্মিদশা থেকে মুক্তি দিয়েছে তিনজনকে। তবে জিম্মি করার পরপরই সব জেলেকে গরাণের লাঠি দিয়ে মারধর করা হয়েছে বলেও তাদের দাবি।

এবিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক হাসানুর রহমান বলেন কোন জেলে জিম্মি হওয়া বা মুক্তিপণ দিয়ে ফিরে আসার ব্যাপারে কেউ অভিযোগ করেনি। তবে সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি তিনি জেনেছেন বলেও নিশ্চিত করেন।

শ্যামনগর থানার ওসি(তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, বিষয়টি নিয়ে কোন জেলের পরিবার থানায় কোন লিখিত অভিযোগ করেনি।

Check Also

সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।