সাতক্ষীরায় একদিনে সড়কে ঝরলো দুই প্রাণ

সাতক্ষীরায় একদিনে সড়কে ঝরেছে দুই প্রাণ। সাতক্ষীরা বিআরটিএ সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতায় রোড শো’ কর্মসূচি পালন করার পরও থেমে নেই সড়ক দুর্ঘটনা। প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। অকালে ঝরছে অসংখ্য প্রাণ। চির পঙ্গুত্ব বরণ করছেন অনেকেই।

আমাদের দেবহাটা সংবাদদাতা কেএম রেজাউল করিম জানান, বুধবার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে দেবহাটা কলেজের ইসলামী শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক রবিউল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি কলেজ থেকে ফেরার পথে আলীপুর পুষ্পকাটি এলাকায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তিনি নিজস্ব মোটরসাইকেলযোগে সাতক্ষীরা সদর উপজেলার তার নিজের বাড়িতে ফিরছিলেন। পথে আলীপুর পৌছালে মাহেন্দ্রর সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এদিকে আমাদের পাটকেলঘাটা প্রতিনিধি মো. মুজিবর রহমান জানান, তালায় মটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মো. মহাসিন গাজী (৪৮) নামে ১জন নিহত হয়েছেন। তিনি খুলনার কয়রা উপজেলার চরামুখা গ্রামের ফজলু গাজীর ছেলে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন দু’জন। আহতরা হলেনÑএকই উপজেলার জোড়সিং গ্রামের তোরাব আলীর ছেলে সাইদুর রহমান (৩৮) ও লোকমান গাজীর ছেলে জুলফিকার আলী (৪২)।

বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় তালা উপজেলার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পাইকগাছা-খুলনা সড়কে এ দূর্ঘটনা ঘটে।

তালা থানার এসআই মো. আব্দুল্লাহিল আরিফ বলেন, নিহত ও আহত ব্যক্তিরা খুলনা থেকে কয়রায় যাওয়ার পথে জাতপুর এলাকায় পিকআপ ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মহাসিন গাজী ঘটনাস্থলে মারা যায় এবং সাইদুর ও জুলফিকার আহত হয়। এসময় স্থানীয়দের সহায়তায় তালা ফায়ার সার্ভিস কর্মকর্তারা উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করেন। আহতদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর হয়েছে।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।