ভূমি অফিস স্থানান্তর না করার আহবান পাটকেলঘাটা সমিতির


নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে ভূমি অফিস স্থানান্তর না করার দাবী জানিয়েছে ঢাকাস্থ পাটকেলঘাটা উপজেলা (প্রস্তাবিত) সমিতি।
শুক্রবার রাজধানীর একটি হোটেলে জরুরি সভায় এ আহবান জানান সংগঠনটির নেতৃবৃন্দ।
নেতারা জানান, সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা সদরে অবস্থিত উপজেলা ভূমি অফিস যার কার্যক্রম শুরু হয় ১৯৫৮ সাল থেকে। স্বাধীনতারও আগে স্থাপিত এসিল্যান্ড অফিসটি ১২টি ইউনিয়নের মানুষের ভুমি সংক্রান্ত সেবা দিয়ে আসছে। শুধু তাই নয় সাতক্ষীরা জেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র এই পাটকেলঘাটা বাজারে ১২ টি ইউনিয়নের আপামর জনসাধারণের যাতায়াত সুবিধাসহ অন্যান্য সকল সুযোগ সুবিধা থাকায় সবাই পাটকেলঘাটায় ভুমি অফিসে সেবা নিতে অভ্যস্ত। সম্প্রতি ভূমি অফিসটি পাটকেলঘাটা থেকে তালায় স্থানান্তর করার বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনগণের পক্ষ থেকে পাটকেলঘাটা উপজেলা (প্রস্তাবিত) সমিতি, ঢাকা এর কাছে একাধিক প্রস্তাব আসে এবং উক্ত স্বেচ্ছাসেবী সংগঠন ঢাকায় কার্যনির্বাহী কমিটির এজেন্ডাভূক্ত করে আলোচনা করা হয়। মিটিংয়ে ভূমি অফিসটি পাটকেলঘাটা থেকে না সরানোর জোর দাবী জানানো হয় জেলা প্রশাসক মহোদয় বরাবরে।
আলোচনায় বক্তব্য রাখেন- পাটকেলঘাটা উপজেলা (প্রস্তাবিত) সমিতি, ঢাকা’র সভাপতি জনাব তারিকুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি শেখ রুহুল আমিন আকাশ, সহসভাপতি, মোঃ তুহিনুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক, জি এম হাফিজুর রহমানসহ আরো অনেকে। বক্তারা ভুমি অফিসটি স্থানান্তর না করার জোর দাবী ও যুক্তি তুলে ধরেন।
আরো উপস্থিত ছিলেন, সহসভাপতি হুমায়ুন কবির, আমিরুল ইসলাম মধু, অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ আলমগীর হোসেন, ইঞ্জিঃ শেখ হুমায়ুন কবির, মোঃ মুকিদুজ্জামান, ইঞ্জিঃ মনিরুল ইসলাম, আব্দুল কাদির- জিলানী, আলমগীর কবীর, মোঃ শহিদুল ইসলাম, আবু মুসা আল রাহী, মহিলা বিষয়ক সম্পাদিকা, হালিমা বেগম, প্রচার সম্পাদক, সাঈদ হাসান।
সভাপতি বলেন, ভুমি অফিসটি আমাদের জন্মের আগে থেকেই পাটকেলঘাটায় দেখে আসছি, আমরা চাই এসিল্যান্ড অফিস পাটকেলঘাটায় আছে এবং পাটকেলঘাটায় থাকার জোর দাবি জানান। তার জন্য আমরা ডিসি মহোদয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লিখিত আবেদন/ স্মারকলিপি পেশ করবো। তিনি পাটকেলঘাটাবাসী ও স্থানীয় সাংবাদিক এবং জনপ্রতিনিধিদের ধন্যবাদ জানান বিষয়টি নিয়ে সোচ্চার হবার জন্য।
কার্যনির্বাহী কমিটির সবার উপস্থিতিতে সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম এর সঞ্চালনায় জরুরি এই আলোচনায় সভাপতিত্ব করেন তরিকুল ইসলাম।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।