‘মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই, মূল হারাবি-এই স্লোগান নিয়ে পালিত হয়েছে উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৬তম প্রতিষ্ঠাবাষিকী। পহেলা নভেম্বর উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বিকেল ৪টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির হলরুমে অনুষ্ঠিত হয়। উদীচী শিল্পীগোষ্ঠী, সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং পুষ্পিতা চক্রবর্তী ও ফারহানা ইমরোজ রোজের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যক্ষ সুভাস সরকার, কবি শহিদুর রহমান, সিপিবির জেলা সভাপতি আবুল হোসেন, জেলা নাগরিক কমিটির যুগ্ম-সদস্য সচিব আলি নুর খান বাবুল, শেখ মোসফিকুর রহমান মিল্টন, জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে লালন, বাউল ও গণসংগীত পরিবেশন করেন আবু আফফান রোজবাবু, চৈতালি মুখার্জি, নাদিরা বেগম, মো. আজিজ, পুষ্পিতা অর্পা, ফারহানা ইমরোজ রোজ, নওরিন রিমি প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি
Check Also
তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …