এসএম বিপ্লব হোসেন: সাতক্ষীরার প্রাণ সায়ের খালকে দেশের মধ্যে দৃষ্টিনন্দন একটি জলপথ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রাণ সায়ের খাল সংস্কার কর্মসূচি নিয়ে এক গুরুত্বপূর্ণ সভায় এ উদ্যোগের কথা জানান তিনি। সভায় খাল সংস্কারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং পরবর্তী কার্যক্রম নির্ধারণ করা হয়।
জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, প্রাণ সায়ের খাল সাতক্ষীরার একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ জলপথ। আমরা এ খালকে দেশের মধ্যে অন্যতম দৃষ্টিনন্দন জলপথে পরিণত করতে চাই। আমরা প্রথম ধাপে খাল সংস্কার কর্মসূচির গ্রহণ করেছি। পর্যায়ক্রমে সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং জলাবদ্ধতা নিরসনের পরিকল্পনা গ্রহণ করা হবে।
জেলা প্রশাসকের পরিকল্পনা অনুযায়ী আজ (২ নভেম্বর) সকালে একযোগে প্রাণ সায়ের খালের দুই পাড়ে ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে। কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল, বেসরকারি সংস্থা, পরিবেশবিদ, শিক্ষার্থী এবং সেচ্ছাসেবী সংগঠন গুলোকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার, সাবেক পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী, সাতক্ষীরা জেলা জামাতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা, শহর জামায়াতের সেক্রেটারী খোরশেদ আলম, শহরশিবির সভাপতি আলমামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা
Check Also
সন্ধ্যায় আবারো সড়ক অবরোধ তিতুমীর শিক্ষার্থীদের
রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরে কমিশন গঠনের সিদ্ধান্ত প্রকাশ না করায় আবারো সড়ক …