আশাশুনি উপজেলা জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিত
এস,এম মোস্তাফিজুর রহমান(আশাশুনি)সাতক্ষীরা প্রতিনিধি।।আশাশুনি উপজেলা জামায়াতের মাসিক রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৮ নভেম্বর)সকাল ৯টায় উপজেলা দলীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ মোশাররফ হোসেনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক,জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আব্দুস সবুর। অন্যান্যের মধ্যে উপজেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল মান্নান,সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট শহীদুল ইসলাম, মাওঃ আব্দুল বারী,শাহ অহিদুজ্জাম শাহীন,বাইতুল মাল সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম,সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ রিয়াছাদ আলী,অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস, উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওঃ আতাউর রহমান,আফসার উদ্দিন খান, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি প্রভাষক শাহাজান আলী,যুব বিভাগ সভাপতি ডাক্তার রোকনুজ্জামান প্রমুখ। সম্মেলনে প্রধান অতিথি বলেন-বাংলাদেশে আগামী দিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর শপথের কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ ব্যাপারে প্রত্যেক গ্রাম,পাড়া,মহল্লায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।দেশের সম্পদ অক্ষুন্ন রাখতে আমাদের কর্মীদের মান বজায় রাখতে হবে। সম্মেলনে উপজেলার ১১ ইউনিয়নের পুরুষ ও মহিলা সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
Check Also
তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …