শোভনালীর বীর মুক্তিযোদ্ধা নজরুলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। আশাশুনির শোভনালী ইউপির সাবেক রিলিভ কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম সরদার (৯৫) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার৷ (৮ নভেম্বর) বাদ আসর গার্ড অব অনার ও নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
শোভনালী ইউনিয়নের গোদাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম শুক্রবার দিনগত ভোর ৪ টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। শুক্রবার ঢাকা থেকে মরদেহ আশাশুনির গোদাড়া গ্রামে পৌছলে বাদ আছর গোঁদাড়া উত্তর পাড়া সরদার বাড়ি জামে মসজিদেরর সামনে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজের পূর্বে চৌকশ পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবু বক্কার ছিদ্দিক,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, মুক্তিযোদ্ধা আব্দুল গফফার সানা, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান, সভাপতি জি এম ফারুক, মরহুমের ছেলে নাজমুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন। জানাজা নামাজে ইমামতি করেন গোঁদাড়া সরদার বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ রবিউল ইসলাম। জানাযার নামাজ শেষে মসজিদের পাশে তাকে দাফন করা হয়।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।