তালা উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

কামরুজ্জামান মিঠু, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:তালা উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে  দৈনিক মানবকন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি আকবর হোসেন কে সভাপতি ও দৈনিক সংগ্রাম পত্রিকার উপজেলা প্রতিনিধি কামরুজ্জামান মিঠু কে সাধারন সম্পাদক করা হয়েছে।

শনিবার(৯ নভেম্বর) দুপুরে তালা উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ৪৩ সদস্য  বিশিষ্ট তালা উপজেলা প্রেসক্লাবের এ পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হয়।

এতে সিনিয়র সহ-সভাপতি করা হয় এশিয়ান টিভির প্রতিনিধি শামীম খান কে ও সহ-সভাপতি করা হয় আনন্দ টিভির হাসানুর রহমান হাসান, সহ-সভাপতি সাইদুর রহমান সাইদ(সাতক্ষীরা ট্রিবিউন), সহ-সভাপতি ফিরোজ হোসেন (দৈনিকলাখোকন্ঠ), সহ-সভাপতি মোঃ আক্তারুজ্জামান ,, (রুপান্তর প্রতিদিন), যুগ্ম – সাধারণসম্পাদক মোঃআলআমিন হোসেন  (দৈনিক সাতক্ষীরা সংবাদ) সহ-সাধারণ সম্পাদক  নুরইসলাম,সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান (দৈনিকসমাচার দর্পন)সহ-সাংগঠনিক সম্পাদক অমল সেন(দৈনিক অপরাধ তথ্য চিত্র)
সহ-সাংগঠনিক সম্পাদক  মোঃশাহীন (দৈনিকপত্রদুত), সহ-সাংগঠনিক সম্পাদক
মো: ইমন ইসলাম আব্বাজ
(সাতক্ষীরাসংবাদ)
কোষাধ্যক্ষ মোঃহাফিজুররহমান ( মনিং পোস্ট),শিক্ষাবিষয়কসম্পাদক প্রভাষকনাজমুল হোসেন  (দৈনিকমানবধিকারপ্রতিদিন)
সহ- শিক্ষাবিষয়ক সম্পাদক নব কুমার দে  (দৈনিকসাতনদী), দপ্তরসম্পাদক
হাফিজুর রহমান (দৈনিক সাতক্ষীরা সংবাদ) সহ-দপ্তরসম্পাদক আবু সাঈদ  (দৈনিকদিনপ্রতিদিন),ক্রীড়াসম্পাদক
শেখ নজরুল ইসলাম  (দৈনিকমানবধিকারসংবাদ), সহ-ক্রীড়াসম্পাদক সানজিদুলহকইমন
প্রচারসম্পাদক মোখলেছুররহমান  (দৈনিকদিনপ্রতিদিন),

রাজনৈতিক বিষয়ক সম্পাদক
সৈয়দ আজম  (দৈনিক ভোরেরআওয়াজ),
সহ-রাজনৈতিক বিষয়ক সম্পাদক মীর আব্দুল মিল্টন (যুগেরবার্তা)

ধর্ম বিষয়কসম্পাদক  মোস্তাফিজুররহমান  মোখলেছ (দোয়েলটিভি)সহ ধর্ম বিষয়কসম্পাদক জামালুলবান্না (ক্রাইমবার্তা),
সাহিত্য বিষয়কসম্পাদক কুদ্দুস পাড় (দৈনিক স্বদেশ বিচিত্রা) সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক
আলমামুন মোড়ল (ক্রাইমবার্তা) আইন বিষয়ক সম্পাদক বিএমবাবলুররহমান

Check Also

তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।