সাতক্ষীরা সংবাদদাতাঃ সাতক্ষীরা জেলা পেশাজীবী বিভাগের উদ্যোগে ১৫ই নভেম্বর শুক্রবার মুন্সিপাড়াস্থ কাজী শামসুর রহমান মিলনায়তনে পেশাজীবী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা পেশাজীবি বিভাগের বিভাগের সভাপতি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইনস্টিটিশন অব ইন্জিনিয়ার্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ইন্জিনিয়ার শেখ আল আমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইন্জিনিয়ার আলমগীর হোসেন। প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মধ্যে উপদেষ্টা নুরুল হুদা, উপদেষ্টা মাওলানা আজিজুর রহমান, প্রফেসর ওবায়দুল্লাহ, প্রভাষক ওমর ফারুক, গাজী সুজায়েত আলী,মাওলানা শাহাদাত হোসেন, এ্যাড. আজিজুল ইসলাম, মাওলানা উসমান গণি, মাওলানা আব্দুল মজিদ, সাংবাদিক, ডাক্তার, ব্যবসায়ী, ইন্জিনিয়ার, শিক্ষক, ব্যাংকারসহ অনেকে।
প্রশিক্ষণ কর্মশালায় ইন্জিনিয়ার শেখ আল আমিন বলেন, একটি রাষ্ট্র পরিচালনার জন্য দক্ষ লোকের দরকার। রাষ্ট্রের সফলতা শুধু অভিজ্ঞতা হলে চলেনা দক্ষ হওয়ার প্রয়োজন। আমাদের সংগঠনের লক্ষ্য হলো দক্ষ জনশক্তি তৈরি করা। এ দক্ষতা সৃষ্টিতে আমাদের অবস্থান সৃষ্টি করা ও যোগ্য ব্যক্তিকে যথাযথ জায়গায় নিয়ে যাওয়া। প্রশিক্ষণ কর্মশালা সকাল ৮টায় শুরু হয়ে চলে দুপুর আড়াইটা পর্যন্ত।
বিকাল ৩টায় একই স্থানে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের দক্ষতা বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
Check Also
খুলনা-সাতক্ষীরা সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু,পরে লাশ শনাক্ত, অতঃপর এল ‘মৃত’ রাজিয়ার ফোন!
কামরুজ্জামান মিঠু , তালা, (সাতক্ষীরা) প্রতিনিধি) খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নারী নিহত হয়েছে। …