সাতক্ষীরা আল কোরআন একাডেমীর উদ্বোধনী সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সংবাদদাতাঃ সাতক্ষীরায় আল কোরআন একাডেমীর উদ্যোগে বিশিষ্টজনদের নিয়ে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর সকাল ৯ টার দিকে ইটাগাছা বাঙ্গালের মোড় সংলগ্ন সংগ্রাম টাওয়ারে আল কোরআন একাডেমীতে এ সভা অনুষ্ঠিত হয়। আল কুরআন একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা আগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাদ্দিস রবিউল বাশার। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর আসনের সাবেক এমপি গাজী নজরুল ইসলাম ও শিক্ষাবিদ মাওলানা আজিজুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা আবুল কাশেম, ইকবল কবির পলাশ, আহমদ আলী সরদার, কালিগঞ্জ সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোসলেম উদ্দীন, ব্যবসায়ী আব্দুর রশিদ, ইটাগাছা ফাড়ির ইনচার্জ সরদার ইকবল, শেয়ার সদস্য মাওলানা শফিকুল ইসলাম, প্রতিষ্টান প্রধানসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ বক্তব্য রাখেন। বক্তরা বলেন, সাধারণ শিক্ষার পাশা পাশি আরবি শিক্ষার উপর গুরুত্ব দিয়ে আদর্শ ও সুনাগরিক গড়ে তোলার লক্ষ্যে আল কোরআন একাডেমি সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্রের সেরা মানের দ্বীনি ও আধুনিক শিক্ষায় অঙ্গীকারবদ্ধ। হেফজুল কোরআন শাখার নূরানী, নাজেরা ও হিফজ বিভাগে বালক, বালিকা, আবাসিক ও অনাবসিক ব্যবস্থা রয়েছে প্রতিষ্ঠিানটিতে।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।