আব্দুল্লাহ আল মামুন:প্রত্যয় গ্রুপ লিমিটেড সাতক্ষীরা শাখার আয়োজনে ইসলামী অর্থনীতি বাস্তবায়নে সম্মানিত ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “মানবতার কল্যাণে প্রত্যয় করবে সবার মন জয়” স্লোগানে শনিবার সকাল ৯ টায় শহরের আল বারাকা শপিং সেন্টারের হলরুমে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। প্রত্যয় গ্রুপের সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মাওলানা বেলাল হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। প্রধান আলোচক ছিলেন দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক এবং প্রত্যয় গ্রুপের শরিয়াহ বোর্ডের সদস্য অধ্যাপক মাওলানা মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের বেনাপোল শাখার ম্যানেজার এবং প্রত্যয় গ্রুপের শরিয়াহ বোর্ডের সদস্য হাফেজ মাওলানা শেখ মাহবুবুর রহমান, প্রত্যয় গ্রুপের চেয়ারম্যান মোঃ আজগর আলী। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রত্যয় গ্রুপের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রেজা, নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, ডিএমডি নাজমুল হুদা, সাতক্ষীরা শাখার সাবেক ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন, নলতা শাখার ব্যবস্থাপক খাইরুল ইসলাম সহ প্রত্যায় গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ। অনুষ্ঠানের সাতক্ষীরার ১৩০ জন বিভিন্ন মসজিদের খতিব ও ইমামগন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের বক্তারা ইসলামী অর্থনীতি বাস্তবায়নে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। কুরআন ও সুন্নাহ ভিত্তিক জীবন যাপন ও শরিয়াহ ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …