আজ সাতক্ষীরার বাতাস ‘অস্বাস্থ্যকর’, মাস্ক নিয়ে বের হওয়ার পরামর্শ

আজ সাতক্ষীরার বাতাস অস্বাস্থ্যকর। বাতাসের মান সূচকে আজ সাতক্ষীরার দূষণের মাত্রা ১৬৩।
বাতাসের গুণমান সূচক (একিউআই) বায়ুদূষণের মাত্রা অস্বাস্থ্যকর নির্ধারণ করে মাস্ক পরে বাইরে বের হওয়ার পরামর্শ দিয়েছে।

অন্যদিকে গতকালের মতো বায়ুদূষণের শীর্ষে ভারতের রাজধানী দিল্লি। এর পরে আছে পাকিস্তানের লাহোর। এ ছাড়া শীর্ষ পাঁচ দেশের মধ্যে রয়েছে আরব আমিরাতও। বাতাসের মান সূচকে আজ ঢাকা দূষণের মাত্রা ২৪১।

আজ শনিবার সকাল ৬টায় এই পরিমাপ করা হয়। বাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে বায়ুদূষণের মাত্রা নির্ধারণ করা হয়েছে।

যেভাবে মাপা হয় বায়ুদূষণের মাত্রা

—০—৫০: ভালো

—৫১—১০০: সন্তোষজনক

—১০১—২০০: মাঝারি

—২০১—৩০০: খারাপ

—৩০১—৪০০: খুব খারাপ

—৪০১—৪৫০: ভয়ানক

—৪৫০ +: অতি ভয়ানক

সূচকের হিসাব অনুযায়ী শীর্ষে থাকা দিল্লিতে দূষণের মাত্রা ৪৮৯, যা গুরুতর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরে দূষণের মাত্রা ৩৬০। এই শহরেও দূষণ ভয়াবহ পর্যায়ে রয়েছে। ভারতের কলকাতা শহর রয়েছে বায়ুদূষণের চতুর্থ অবস্থানে, যেখানে দূষণ মাত্রা ১৮৬, এর অবস্থাও খারাপ পর্যায়ে রয়েছে।

তালিকায় শীর্ষ পাঁচে থাকা আরব আমিরাতের দুবাই শহরে দূষণের মাত্রা আজ ১৮১, যেটি মাঝারি পর্যায়ের দূষিত পরিবেশ হিসেবে বিবেচিত হয়।

বায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতিবছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতি বছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বর ব্রিটিশ মেডিকেল জার্নাল (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে বছরে ৬৭ লাখ মানুষ মারা যায়।

এ বছরের শুরুর দিকে প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা গেছে যে বিশ্ব গত বছর রেকর্ড পরিমাণ তেল, কয়লা এবং গ্যাস ব্যবহার করেছে। এগুলো বিশ্বকে উত্তপ্ত করা কার্বনদূষণকে নতুন উচ্চতায় ঠেলে দিয়েছে।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।