আব্দুর রাজ্জাক :আশাশুনি বুধহাটা ইউনিয়নের চাপড়া ব্রিজ সংলগ্ন নদীর মাটি কাটার সময় উত্তর চাপড়া গ্রামের মাহমুদ আলী সরদারের পুত্র জামিরুল সরদার( ৪০) মাটি চাপা পড়ে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন।কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।আজ বাদ আছর জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তখন করা হয়। মৃত্যুকালে ১স্ত্রী এক কন্যা ও এক পুত্র সন্তান গেছেন।
