সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় দাখিল নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকালে মাদ্রাসার হলরুমে এ ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মুফতি আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা মো. জাহিদুল ইসলাম। মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা হাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদ্রাসার হেড মহাদ্দিস মো. সিরাজুল ইসলাম, মহাদ্দিস শামসুজ্জামান, মো. ইউনুস আলী, অভিভাবক মো. ইব্রাহিম খলিল, শেখ রফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক মো. সিরাজুল ইসলাম, মো. আলমগীর কবির, মোহাম্মদ ইকবাল হোসেন, মো. রায়হানুল কবির, সেলিনা আক্তার, দীপ্তি মন্ডলসহ মাদ্রাসা শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ। সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় দাখিল নির্বাচনী পরীক্ষা-২০২৪ এ ৫৩জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে।
Check Also
আজ সাতক্ষীরার বাতাস ‘অস্বাস্থ্যকর’, মাস্ক নিয়ে বের হওয়ার পরামর্শ
আজ সাতক্ষীরার বাতাস অস্বাস্থ্যকর। বাতাসের মান সূচকে আজ সাতক্ষীরার দূষণের মাত্রা ১৬৩। বাতাসের গুণমান সূচক …