কামরুজ্জামান মিঠু
তালা (সাতক্ষীরা)
সাতক্ষীরা তালা উপজেলার দোহার গ্রামের মৃত আলিমুদ্দিন এর স্ত্রী ছবিজান বিবি(৮০) সাথে তার আপন পুত্র কাশেমের সাথে পারিবারিক ভাবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিয়ে গত সোমবার(১১ নভেম্বর) কাশেম আর তার স্ত্রী রোজিনা মিলে তার মা ছবিজান বিবিকে বেঁধড়ক মারধর করেন। এতে ছবিজান বিবি গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
এরপর অসুস্থ অবস্থায় ছবিজান বিবিকে ঐসময় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়,গুরুতর আহত ও অচেতন থাকা ছবিজানের বেঁচে থাকার সম্ভাবনা না থাকায় বিশেষজ্ঞ ডাক্তাররা তাকে বাড়িতে ফেরত দিয়েছেন। প্রায় ১ সপ্তাহ কোমায় থাকা বৃদ্ধা মা ছবিজান বেগম বুধবার(২৭ নভেম্বর) ভোর সাড়ে চারটার সময় মারা যান।
তালা থানা পুলিশ সূত্রে জানা যায়- মায়ের এমন গুরুতর অবস্থা দেখে তার আরেক ছেলে বিল্লাল হোসেন তার ভাই কাশেম আর ভাবি রোজিনা ও বিয়ায় মুকুলের বিরুদ্ধে রবিবার (২৪ নভেম্বর) তালা থানায় অভিযোগ করেন মা ছবিজান পক্ষ থেকে আরেক ছেলে বিল্লাল হোসেন। অভিযোগের সত্যতা পেয়ে সোমবার (২৫ নভেম্বর) দুপুরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোজিনা বেগমকে আটক করে জেলে প্রেরন করেছে। তালা থানা মামলা নং- ০৮ তাং ২৪/১১/২৪ ইং।অপর আসামীদের ধরার জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এদিকে, ঘটনার পর থেকে গ্রামের সর্বস্তরের মানুষ কাশেম খাঁ, তার স্ত্রী রোজিনা বেগম ও বিয়ায় মো. মুকুল হোসেন উপর ক্ষুব্ধ রয়েছেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, ছেলে কাশেম আর ছেলের বৌ রোজিনার মারধরের শিকার হয়েছিলো মা ছবিজান হাসপাতালে ভর্তি ছিল পরে জানতে পারলাম মারা সে গেছে।তবে কি ভাবে মারা গেছে ময়না তদন্তের পরে রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।