এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি ব্যুরো।। আশাশুনিতে উগ্রবাদী সন্ত্রাসীদের হাতে শহীদ এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল,শোক ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০ টায় ধর্মপ্রাণ মুসলিম জনতার আয়োজনে এ বিক্ষোভ মিছিল,শোক ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে এসে শেষ হয়ে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয় নাভিদ নওরোজ আকাশের সভাপতিত্বে ও মোঃ ইউসুফ হোসেনের পরিচালনায় সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ,সমন্বয়ক মফিজুল ইসলাম মাহি,মোহাম্মদ মাসুদ রানা,মোঃ রিফাত,ছাত্র দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান আসাদ,সদস্য সচিব,মোঃ সবুজ হোসেন,গণধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম প্রমুখ। অন্যদের মধ্যে হাফিজ মামুন,ওয়েস কুরনি,ওমর ফারুকসহ স্কুল-কলেজের ছাত্র ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন।
Check Also
ইইউভুক্ত ৮ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াতের বৈঠক
ডেলিগেশন অব ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাষ্ট্রদূত সেবাস্টিয়ান রিগার ব্রাউনের আমন্ত্রণে ইইউভুক্ত ৮টি দেশের প্রতিনিধিদের সঙ্গে …