৫ আগস্ট শিক্ষার্থীরা জীবন না দিলে আমরা নতুন স্বাধীন দেশ পেতাম না

সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরায় ২০২৪ জুলাই-আগষ্টে ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্বরণে স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সেনাবাহিনী কর্মকর্তা ক্যাপ্টেন মোঃ ইমতিয়াজ, জেলা বিএনপির আহ্বায়ক এড সৈয়দ ইফতেখার আলী, জেলা জামায়াতের আমীর মোঃ শহিদুল ইসলাম মুকুল,সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম,সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, ছাত্র প্রতিনিধি ইমরান হোসেন, নাজমুল হাসান, আরাফাত হোসেন প্রমুখ। সভায় বক্তারা বলেন, এদেশে আর শহীদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। আলীগের সরকার পুলিশকে দানব হিসাবে তৈরি করেছিল। তবে পুলিশের মধ্যে সকলের সমান ছিল না। নির্দিষ্ট কিছু সংখ্যক পুলিশ ছিল যারা সরকারের হিসাবে কাজ করেছে। সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছে। পুলিশ সদস্যদের পূর্বের কার্যক্রম পিছে ফেলে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার শপথ নিয়ে এগিয়ে যেতে হবে। ৫ আগস্ট শিক্ষার্থীরা জীবন না দিলে আমরা নতুন স্বাধীন দেশ পেতাম না। আমরা একটি নতুন স্বাধীন দেশের নাগরিক। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ,দারিদ্র্যমুক্ত, বৈষম্য বিরোধী সোনার বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমাদের সকলের উদ্দেশ্য কিন্তু দেশজাতির কল্যানে কাজ করা।সাতক্ষীরায় আন্দোলনের আহত ও নিহত পরিবারের কর্মসংস্থান সৃষ্টির জন্য উদ্যোগ গ্রহণ করা হবে।
এসময় সাতক্ষীরার সকল ছাত্র প্রতিনিধি, শহীদ ও আহত পরিবারের সদস্যরা।

Check Also

ভারতে মাওবাদী অধ্যুষিত এলাকায় নিরাপত্তা বাহিনীর গাড়িতে বিস্ফোরণ : নিহত ৯

ভারতে ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর গাড়িতে হামলায় নয়জন নিহত হয়েছে। মাওবাদী দমন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।