শ্যামনগর প্রতিনিধি: জমিজমা নিয়ে বিরোধের জেরে বশির উদ্দীন সাজু নামে এক যুবককে পিটিয়ে তার প্রতিপক্ষ। বৃহস্পতিবার দুপুরের দিকে ঘটনাটি ঘটে শ্যামনগর উপজেলা সদরের বাদঘাটা গ্রামে। আহত বশিরকে তাৎক্ষনিকভাবে পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। তিনি একই গ্রামের নুরউদ্দীন মুন্সির ছেলে। এ ঘটনায় হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ হয়েছে। মোহাম্মদ আলী স্থানীয় আ’লীগের রাজনীতির সাথে জড়িত। পক্ষান্তরে নুরউদ্দীন মুন্সি বীরমুক্তিযোদ্ধা ও প্রাক্তন বিজিবি সদস্য।
জানা যায়, বাড়ির পার্শ্ববতী বিরোধপূর্ণ একটি জমির দখল নিয়ে কয়েকদিন ধরে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলছিল। কয়েকদিন আগে প্রতিবেশী গাজী মোহাম্মদ আলী লোকজন নিয়ে নুরউদ্দীন মুন্সির ভোগ দখলীয় জমি জবর দখলের চেষ্টা করে। পুর্ব বিরোধের জেরে গত কয়েকদিন দুই পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার মোহাম্মদ আলীর শ্রমিকরা বিরোধপূর্ণ উক্ত জমিতে কাজ করতে যায়। এসময় পরিবারের নারী সদস্যরা বাধা দেয়ার চেষ্টা করলে তাদের উপর মোহাম্মদ আলীর লোকজন চড়াও হয়। একপর্যায়ে বশির ঘটনাস্থলে পৌছালে তার উপর হামলা চালায় প্রতিপক্ষ। এসময় বশিরের পরিবারের অপরাপর সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
অভিযোগের বিষয়ে মোহাম্মদ আলী জানান বশিরের নেতৃত্বে তার লোকজনকে মারধর করা হয়েছে। প্রতিপক্ষের হামলায় তার ছেলে আহত হলে তাকে সাতক্ষীরা মেডিকেলে পাঠানো হয়েছে। বিরোধপুর্ন উক্ত জমি নিজের দাবি করে মোহাম্মদ আলী জানান মুক্তিযোদ্ধা নুরউদ্দীনের সীমানার মধ্যে তিনি আরও জমি পাবেন।
শ্যামনগর থানার ওসি (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে দু’পক্ষকে আইন মেনে চলতে বলা হয়েছে। লিখিত অভিযোগ হাতে পেলে খতিয়ে ব্যবস্থা নেবে পুলিশ।
Check Also
সাতক্ষীরা পৌরসভার প্রশাসকের কর্মসম্পাদনে সহয়তা প্রদানে গঠিত কমিটির সভা
সাতক্ষীরা পৌরসভার প্রশাসকের কর্মসম্পাদনে সহয়তা প্রদানে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে । রবিবার (৫ জানুয়ারি) …