খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক-পিপিএম আকষ্মিক পরিদর্শনে সাতক্ষীরা জেলার সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সদের সমন্বয়ে বিশেষ ব্রিফিং প্রদান করেছেন। ২৮ নভেম্বর জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে বিভিন্ন পর্যায়ে পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক-পিপিএম।
এদিন দুপুরে রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, পিপিএম খুলনা সাতক্ষীরা জেলা আকস্মিক পরিদর্শন করেন। তিনি সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্সে পৌঁছালে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে পুলিশ লাইন্সের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। সাতক্ষীরা জেলার পুলিশ সুপারের সভাপতিত্বে পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত ‘বিশেষ ব্রিফিং’ অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। সাতক্ষীরা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের ভূমিকা, করণীয়, বর্জনীয়সহ বিভিন্ন বিষয় নিয়ে মূল্যবান দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। সর্বসময়ে মানুষের পাশে থেকে পুলিশী সেবা প্রদানের বিষয়টিকে সর্বাধিক গুরুত্বের সাথে দেখার জন্য মাঠ পর্যায়ের সকল অফিসার ও ফোর্সদের নির্দেশনা প্রদান করেন ডিআইজি। তিনি তার বক্তব্যে জেলার যে কোন পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখার উপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদের জানমাল, সহায় সম্পত্তি, বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠানসহ ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষার্থে পুলিশী তৎপরতা বৃদ্ধির নির্দেশনা প্রদান করেন। জেলা সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সর্বস্তরের জনসাধারণকে সম্পৃক্ত করে পুলিশী সেবা বৃদ্ধির উপর জোর দেন। তিনি ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে সমানভাবে আইনী সুরক্ষা প্রদানের পরামর্শ দেন। তৎপর তিনি সাতক্ষীরা জেলার ঊর্ধ্বতন পুলিশ অফিসার ও সকল থানার অফিসার ইনচার্জগণের উপস্থিতিতে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় যোগদানপূর্বক প্রধান অতিথির বক্তব্যে জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সজীব খান, (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. আমিনুর রহমান, (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মীর আসাদুজ্জামান-বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, কালিগঞ্জ সার্কেল মো. আমিনুর রহমান, সহকারী পুলিশ সুপার, তালা সার্কেল মো. হাসানুর রহমান, অফিসার ইনচার্জ সকল থানা, ডিআইও-১, ডিএসবি, কোর্ট পুলিশ পরিদর্শক, ওসি ডিবি, পুলিশ পরিদর্শক, পিবিআই, পুলিশ পরিদর্শক, সিআইডি, আর.আই পুলিশ লাইন্সসহ অন্যান্য অফিসার ও ফোর্স।
Check Also
অফিস কক্ষে বসে পরীক্ষা দিচ্ছিলেন ছাত্রলীগ কর্মী, আটক করল শিক্ষার্থীরা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মাস্টার্সের পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ …