গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণ

গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণ সভা এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সরকারি নির্দেশনায় এ উপলক্ষে বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পালন করা হয় নানা কর্মসূচি। এসব কর্মসূচির মধ্যে ছিলÑকোরআন তেলোয়াত, হামদ-নাত, ইসলামী সংগীত, দেশত্মবোধক গান, কবিতা আবৃত্তি, আলোচনা সভা, দোয়া ও মোনাজাত। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদগুলো এখানে উপস্থাপন করা হলো।

 


সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুল: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণ সভা এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর ২০২৪) বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম দুলু। শহিদদের স্মরণ এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর আলোচনা সভা, সংস্কৃতি অনুষ্ঠান এবং দোয়া ও মোনাজাত করা হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সরকারি প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, সিনিয়র সহকারি শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, মোঃ হাফিজুল ইসলাম, শামীমা আক্তার, অরুণ কুমার মন্ডল, আজহারুল ইসলাম, খালেদা খাতুন, আসমাতারা জাহান, গীতা রানী সাহা, দেবব্রত ঘোষ, কনক কুমার ঘোষ, ভানুবতী সরকার, মৃণাল কুমার বিশ্বাস, হারুন অর রশিদ, ভৈরব চন্দ্র পাল, দেলোয়ার হোসেন, আব্দুল্লাহ আল মামুন, লুৎফুন নাহার, শিক্ষার্থী লামিয়া সুলতানা, মিনার নাহার, সুমাইয়া সুলতানা, মুন্নি খাতুন, মারিয়া সুলতানা প্রমুখ। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। শহিদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান বক্তারা।
সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা: সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার আয়োজনে এই স্মরণ সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি আখতারুজ্জামান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার নায়েবে আমীর শেখ নুরুল হুদা । মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফিজুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার আমীর জাহিদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন হাফেজ শাফায়েত হোসেন। শিক্ষকদের থেকে বক্তব্য রাখেন বাংলা প্রভাষক মো. মতিয়ার রহমান, আরবি সিনিয়র প্রভাষক মো. রায়হান কবির, গণিতের সহকারী অধ্যাপক মোঃ আওছাফুর রহমান, মুহাদ্দিস মোঃ মোস্তফা শামছুজ্জামান, প্রধান মুহাদ্দিস মো. সিরাজুল ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা মো. মাসুদ রানা। শিক্ষার্থীদের থেকে বক্তব্য প্রদান করেন মো. জুবায়ের আহমেদ মো. মারুফ বিল্লাহ, মো. মুস্তাকিম বিল্লাহ।

 


ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাযিল মাদ্রাসা: সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা হলরুমে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাও. তোফায়েল হোসেনের সভাপতিত্বে ও মাও. নূরুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাও. আব্দুল মজিদ, প্রফেসর ইকবাল হোসেন, মাও. মনিরুজ্জামান, মাও. আক্তার ফারুক, মাও. মহিদুল ইসলাম প্রমুখ। মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে হামদ, নাত ও ইসলামিক নাটিকা পরিবেশন করেন।
ধুলিহর হযরত আবু বকর সিদ্দিক (রা) ইসলামীয়া কামিল মাদরাসা: সাতক্ষীরা সদর ধুলিহর হযরত আবু বকর সিদ্দিক রা ইসলামীয়া কামিল মাদরাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ওসমান গনির সভাপতিত্বে আলোচনা উপস্থাপন করেন অধ্যাপক মাওলানা মনিরুল ইসলাম বিলালী, মাওলানা আব্দুস সবুরসহ অন্য অন্য শিক্ষকবৃন্দ।
দেবহাটার সরকারি কেবিএ কলেজ: সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখীপুরে ঐতিহ্যবাহী সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজে সকাল সাড়ে ১০টা হতে কলেজের আব্দুল মজিদ কলা ভবনে অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত কলেজের শিক্ষক কর্মকর্তাদের মধ্য থেকে বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান মো. আকবর আলী, ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান মো. মনিরুজ্জামান (মহসিন) ও প্রাণিবিদ্যা বিষয়ের প্রভাষক প্রদীপ কুমার মন্ডল। শিক্ষক মো. আবু তালেবের সঞ্চালনায় স্মরণসভা, দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন মানবিক ২য় বর্ষের শিক্ষার্থী মো: মুর্শিদুল ইসলাম।
আশাশুনি: আশাশুনি মহিলা কলেজের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মো. আমিনুল ইসলাম। নিহতদের স্মরণে তাদের আত্মার শান্তি কামনা করে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, প্রভাষক শ্যামা প্রসাদ সরকার, বিভাষ দাস, প্রকাশ দাশ, মুকুন্দ সরদার, আল আমিন হোসেন, সাজেদা সুলতানা ও নুরুল হুদা। সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন প্রভাষক রতন কুমার অধিকারী। দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রভাষক মো. আবু জাফর।
কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণ সভা এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১টায় কলেজের হলরুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়ের সভাপতিত্বে সরকারি নির্দেশনা মোতাবেক এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের সহকারী অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন নলতা আহছানিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা রমিজ উদ্দীন, পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য শেখ নাজমুল হোসেন, সহকারী অধ্যাপক আব্দুর রউফ, শ.ম মমতাজুর রহমান, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত বীর মোসলেম উদ্দীন, রিয়াসাদ আলী, রাসেল হোসেন, ছাত্র সমন্বয়ক শেখ রাকিবুজ্জামান রাকিব, আমির হামজা, আবু ইছা, ইমতিয়াজ হোসেন প্রমুখ। এ সময় রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও কলেজের সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহকারী অধ্যাপক ইন্দ্রজিত মন্ডল, সুফিয়া খাতুন, জয়শ্রী ঘোষ, রেজাউল করিম, তারক চন্দ্র সরকার, আব্দুল ওহাব, তৌহিদুর রহমান, সুকুমার ঘোষ, নাসিম সুলতানা, নাজিমুদ্দীন আহম্মেদ, বিকাশ চন্দ্র মিস্ত্রী, আরেফা ফারজানা, বিলকিস আক্তার, গোবিন্দ দুলাল বর, মাসুদুর রহমান, প্রভাষক আমিনুর রহমান, সোমা বিশ্বাস, সাইয়েদাতুন্নেছা মুক্তা, শম্পা রাণী মৃধা, নন্দলাল মন্ডল, নবতোরণ গায়েন, কামরুল ইসলামসহ কলেজের শিক্ষক, কর্মচারি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পাটকেলঘাটা আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়: সাতক্ষীরার পাটকেলঘাটা আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলুর রহমান মল্লিক। সভায় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, সিনিয়র শিক্ষক মুজিবর রহমান, আব্দুল মান্নান, মোজাফফর রহমান, নুরুন নাহার, সহকারী শিক্ষক আনন্দ কুমার পাল,কালিদাস ঘোষ, সদানন্দ ঘোষ, প্রবীর সরকার, খান মনিরুজ্জামান, রীতা প্রমুখ।


কলারোয়া: কলারোয়া সরকারি কলেজে অধ্যক্ষ প্রফেসর এস. এম আনোয়ারুজ্জামানের সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক টিএম মনজুরুল আজাদ, শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মারুফ কবির, সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ’র আহ্বায়ক হোসাইন মাহমুদ, বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক মোখলেছুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আতিয়ার রহমান, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ফারুক হোসেন, প্রাণি বিজ্ঞান বিভাগের প্রভাষক নাজমুল হোসেন প্রমুখ। জুলাই গণঅভ্যুত্থানের ঘটনার প্রবাহ নিয়ে একক অভিনয় করেন অনার্স তৃতীয় বর্ষের ছাত্র রহমত উল্লাহ, অহনা পাইন, আফরোজা খাতুন, কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রদের পক্ষ থেকে শেখ ফয়সাল, কাইফুর রহমান, সৈকত, আবিরসহ কলারোয়া সরকারি কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। বক্তব্য শেষে শহিদদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী অধ্যাপক মারুফ কবির।
একইভাবে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, আলিয়া মাদ্রাসা, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়, বিএসএইচ সিংগা হাইস্কুলসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ শিক্ষা কেন্দ্রে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা সভা অনুষ্ঠিত হয়। আহতদের দ্রুত আশু রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।

Check Also

ছাত্রদল সাধারণ সম্পাদককে কবিতায় জবাব দিলেন শিবির সেক্রেটারি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ মেয়াদে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল মনোনীত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।