শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে মাদক সেবনে বাধা পেয়ে স্কুল ছাত্র মুনতাসির মামুন(১৪)সহ তার মা স্বপ্না পারভীন(৩২)কে কুপিয়েছে একদল দুবৃর্ত্ত। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘটনাটি ঘটে শ্যামনগর উপজেলার কৈখালী কারিগর পাড়ায়। রক্তাত্ত্ব মা ও নবম শ্রেণীতে পড়–য়া তার ছেলেকে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতরা একই গ্রামের মোঃ আশিকুর রহমানের স্ত্রী-সন্তান।
আশিকুর রহমান জানান স্থানীয় কয়েক তরুন তাদের বাড়ি সংলগ্ন ১৩২ নং মধ্য কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে মাদক সেবনের আড্ডাস্থলে পরিণত করেছে। সম্প্রতি তারা রাতেও বহিরাগত তরুনদের নিয়ে সেখানে মাদকের জমজমাট আড্ডা দিচ্ছে। যার প্রেক্ষিতে এলাকাবাসীর অনুরোধে তিনদিন আগে তার পিতা আবু মুছা কারিগর বিদ্যালয়ে ঢুকে মাদক সেবনে আপত্তি তোলে।
একপর্যায়ে সোমবার রাতে পরিবারের পুরুষ সদস্যরা নামায পড়তে মসজিদে থাকার সুযোগে ১০/১২ তরুন বাড়িতে ঢুকে মা ও ছেলেকে এলোপাতড়ি কুপিয়ে জখম করে। বংশীপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী রানাসহ মাদক সেবনে জড়িত কৈখালী কারিগর পাড়ার মনির, রেজাউল, সোহেল, মোশারফ, আব্দুল্লাহ হামলায় অংশ নেয় বলে তিনি অভিযোগ করেন।
অভিযোগের বিষয়ে রানা জানান কৈখালীতে মা ও ছেলেকে কোপানোর খবর তিনি লোকমুখে শুনলেও ঘটনাস্থলে ছিলেন না। রেজাউল ইসলাম দাবি করেন বিষয়টি তারা স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা চালাচ্ছেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাকির হোসেন জানান ধারালো অস্ত্রের আঘাতে মুনতাসিরের মাথায় অসংখ্য ক্ষতের সৃষ্টি হয়েছে। তার মায়ের হাতের দু’টি আঙুল বিচ্ছিন্ন হওয়ার অবস্থায়। আঙুল দু’টি জোড়া লাগানোর জন্য সার্জারীর প্রস্তুতি নেয়া হচ্ছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর বলেন খবর পেয়ে পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের বক্তব্য নিয়েছে। হামলার সাথে জড়িতদের আইনের আওতায় আনার কাজে সহায়তার জন্য হামলার শিকার পরিবারকে এজাহার দিতে বলা হয়েছে।