এমন একটি রাষ্ট্র চাই যে রাষ্ট্র পরিচালিত হবে ইসলামের আলোকে ইসলামি মহাসম্মেলনে মাওলানা মামুনুল হক

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের অন্যতম জেলা সাতক্ষীরা। এখানের মানুষ পূর্বে ব্যাপক নির্যাতিত ও বঞ্চনার স্বীকার হয়েছে। কোন আলেম এই এলাকায় ওয়াজ মাহফিল করবে সেটা প্রশাসন নির্ধারন করতো। হান আল্লাহ পাক ফ্যাসিবাদ সরকারকে উৎখাত করে দিয়েছে। সাতক্ষীরা মানুষ যথেষ্ট শিক্ষিত ও সচেতন। ইসলাম একমাত্র পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমরা এমন একটি রাষ্ট্র চাই যে রাষ্ট্র পরিচালিত হবে ইসলামের আলোকে। শায়খুল হাদিস মাওলানা মামুনুল হক গতকাল রাতে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে প্রধান আলোচক হিসেবে এসব কথা বলেন। সাতক্ষীরা উলামা পরিষদ ও খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের যৌথ উদ্যোগে ইসলামি মহাসম্মেলনে জেলা উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে ইসলামি মহাসম্মেলন শায়খুল হাদিস মাওলানা মামুনুল হক আরো বলেন, কোন ধর্মে সমগ্র বিশ্বের মানুষের সমাধান দিতে পারবে না। একমাত্র ইসলাম ধর্ম সমাধান দিতে পারবে। রাজনীতি নিয়ন্ত্রণ করে অর্থনীতিবিদরা। রাজনীতি নিয়ে কেন এত দ্বিধাদ্বন্দ্ব। নেতৃত্ব নির্বাচন করার ফর্মুলা একমাত্র ইসলাম ধর্মে আছে। ইসলামে সকল ধর্মের মানুষের জীবন ব্যবস্থার কথা বলা আছে। এক বিংশ শতাব্দীর মুসলমানদের গৌরব কতটুকু উপলব্ধি করে। রাষ্ট্রের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে। একমাত্র ইসলাম ধর্ম সংখ্যালঘুদের নিরাপত্তা দিয়েছে। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন নন্দিত লেখক ও সাহিত্যিক শায়খুল হাদিস মাওলানা যাইনুল আবিদীন। বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুশতাক আহমাদ। আমন্ত্রিত উলামা হিসেবে বক্তব্য রাখেন মুফতি গোলামুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুনতাসির বিল্লাহ, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, মাওলানা আনোয়ারুল করীম, মুফতি আব্দুস সাদেক, প্রিন্সিপাল মাওলানা মুহাম্মাদ সালমান, মুফতি আব্দুস সবুর, মাওলানা নাসিরুল্লাহ, মাওলানা অজিহুর রহমান, মাওলানা শহিদুল ইসলাম আনসারি, মাওলানা আবুল কালাম, মাওলানা লেয়াকত আলী। এছাড়া স্থানীয় উলামায়ে কেরামগন বক্তব্য রাখেন। ইসলামি মহাসম্মেলনে সাতক্ষীরা জেলা সহ পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। সার্বিক তত্ত্বাবধান করেন জেলা উলামা পরিষদের সেক্রেটারী মাওলানা জালাল উদ্দিন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।

Check Also

ধুলিহর ইউনিয়নের জামায়াত ইসলামির কর্মি বৈঠক অনুষ্ঠিত

আব্দুল করিম, ধুলিহর প্রতিনিধি : আজ (১১ ডিসেম্বর ২৪) ধুলিহর ইউনিয়নের জামায়াত ইসলামির কর্মি বৈঠক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।