শ্যামনগরের অনলাইন জুয়ার এজেন্ট যারা!

মোজাফফর হোসাইন: শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া পদ্নাপুকুর এলাকায় যেন মাকোষার জালের মতো ছড়িয়ে পড়েছে অনলাইন জুয়া ওনেক্স বেট ,বিট কয়েন সহ বাবু ৮৮ নামের জুয়ার সাইট ।

এ যেন তথ্যপ্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে শিক্ষার্থী, যুব সমাজ, কর্মজীবী সব ধারণের মানুষের হাতে হাতে এখন স্মার্ট ফোন। হুমকির মুখে ছাত্র-যুব সমাজের ভবিষ্যৎ। সন্তানরা মা-বাবার চোখ ফাঁকি দিয়ে, নানা অজুহাতে টাকা হাতিয়ে নেওয়ার জন্য তারা সবকিছুই করছে। শিক্ষকরা বলছে অধিকঅংশ শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ নেই, পারিবারিক অজুহাত দেখিয়ে স্কুল-কলেজ ও কোচিং সেন্টারে দীর্ঘদিন অনুপস্থিত থাকছে।মাথায় ঘোরে জুয়ার লাভ লোকসানের হিসাব।

ওনেক্স বেট জুয়ায় আসক্ত হয়ে বিড়ালাক্ষী এলাকার রিফাত হোসেন নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ছাত্র, মাদ্রাসা ফাকি দিয়ে সারাদিন নদীতে কাকড়া ধরে অন্যের কাছ থেকে স্মাট ফোন ভাড়া নিয়ে খেলা করে দিন দিন স্ভাবিক জীবন থেকে সরে পড়ছে ,তার ভবিসৎ হুমকির মূখে।

পদ্নাপুকুরের ঝাপা এলাকার পরিতোষ মন্ডল ওনেক্স বেটে আসক্ত হয়ে একে একে ১৩ বিঘা জমি বিক্রি করে নিঃস্ব হয়েছে ।

একয়ি পথে নিঃস্ব হয়েছে নওয়াবেঁকী বাজারের ব্যাবসায়ী মুকুল হোসেন ,সাদ্দাম হোসেন ওএনামুল সহ শতাধিক ব্যাক্তি ।

অনলাইন জুয়ার ওনেক্স বেটে রয়েছে ৪৮০ প্রকার গেম ২০ টাকা থেকে কোটি টাকার বাজি ধরা যায়।

শ্যামনগর উপজেলার আটুলিয়াও পদ্নাপুকুর এলাকায় যেমন অনলাইন জুয়া খেলায় আসক্ত হয়েছে তেমনি এ দুই ইউপিতে এজেন্টের সংখ্যা ও লক্ষ্যনীয়।

ওনেক্স বেটে খেলা করার জন্য এজেন্ট দের মাধ্যমে আইডি খুলতে হয় এবং সেসব খেলোয়ারের ব্যয় করা অর্থের ২৫ শতাংশ পর্যন্ত কমিশন পেয়ে থাকেন এজেন্টরা ,আবার এজেন্টদের কমিশনের টাকা থেকে মাস্টার এজেন্ট পান শতকারা ২০ শতাংশ।

আটুলিয়া ইউপিতে ইউপিতে অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে সব মাস্টার এজেন্টের নাম কাছারীব্রিজের মেহেদী হাসান,বিড়ালাক্ষীর আবু বাক্কার ,মাসুদ রানা ,টুটুল,কাছারীব্রিজের আবু সাঈদ,হাফিজুর সুমন হোসেন,কুপটের বিল্লাল হোসেন,ওহিদুজ্জামান, জাহিদ হাসান, মিলন প্রমূখ।

এবং সাফ এজেন্ট রয়েছে যারা বিড়ালাক্ষীর ,আব্দুর রহমান ,ইমদাদুল,শাহারিয়ার, আনারুল ,কাছারী ব্রিজের ঝন্টু, রতনা খাতুন ,রানী,নাজমুল হোসেন , সিহাব , তরিকুল ,মাহি, নওয়াবেঁকীর শাকিল, নাদিম,আল আমিন ইসরাফিল সহ অনেকেই।

পদ্নাপুকুর ইউপিতে ইউপিতে অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে সব মাস্টার এজেন্টের নাম খুটিকাটার শাহিনুর রহমান, মাসুদ হোসেন,রাহাত হোসেন, পাখিমারার হাসানুর, আল আমিন, রাকিব হোসেন,রিফাজুল ,হাবিব,নুরুল্লাহ, বাবু, জিনারুল, সাদ্দাম, আসাদুল গড় কুমারপুরের সুমন হোসেন, প্রমূখ।
এবং সাফ এজেন্ট পাখিমারার আশিক বিল্লাহ, জুয়েল হোসেন, গড়পদ্নাপুকুরের আরিফা খাতুন, আল আমিন, গড় কেদারবাজারের সাগর হোসেন,পাকিমারার সুমাইয়া আক্তার , কামালকাটীর তৃপ্তি মন্ডল,পাকিমারার সোহান চন্ডিপুরের ইমরান হোসেন প্রমূখ।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা নিরর্হী অফিসার রনি খাতুন বলেন অনলাইন জুয়ার বিষয় টি আলোচনা করা হয়েছে এবং ইতি মধ্য গোয়েন্দা ততপরোতা বাড়ানো হয়েছে ।

Check Also

যশোর-২ আসনের জামায়াত প্রার্থী ডা. ফরিদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।