তথ্যই শক্তি: জানবো জানাবো দুর্নীতি রুখবো- এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন সাতক্ষীরার সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার আয়োজনে মঙ্গলবার (১০ ডিসেম্বর ২০২৪) সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শুরু হয়েছে দুই দিনব্যাপী তথ্যমেলা ২০২৪।
কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে দুর্নীতিবিরোধী র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আব্দুর রাজ্জাক পার্কে শেষ হয়। র্যালিশেষে সাতক্ষীরার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বক) বিষ্ণুপদ পাল ও সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ বাসু দেব বসুসহ অন্যান্য অতিথিবৃন্দকে নিয়ে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে তথ্যমেলার এর উদ্বোধন করেন।
সকাল সাড়ে ১০টায় সনাক সভাপতি হেনরী সরদার এর সভাপতিত্বে¡ অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন তথ্য মেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর আব্দুল হামিদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ বাসু দেব বসু। আলোচক হিসেবে ছিলেন টিআইবির কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান।
আলোচনাশেষে পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম উপস্থিত সকলকে টিআইবির দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান। সভা সঞ্চালনায় ছিলেন সনাক সদস্য তৈয়েব হাসান সামসুজ্জামান ও জেসমিন আক্তার। উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, রোভার স্কাউট, বিএনসিসি সদস্য, সাংবাদিক, সাধারণ জনগণ, সনাক, ইয়েস ও এসিজি সদস্যবৃন্দ।
উল্লেখ্য, দুইদিনব্যাপী তথ্য মলায় ২০টি সরকারি ও ৬টি বেসরকারি প্রতিষ্ঠান অংগ্রহণ করেছে এবং সেগুলো হলো- জেলা প্রশাসন, জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিভিল সার্জন এর কার্যালয়, বিআরটিএ, আঞ্চলিক পাসপোর্ট অফিস, উপজেলা ভূমি অফিস, মহিলা বিষয়ক অধিদপ্তর, পরিবার পরিকল্পনা, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা শিল্পকলা একাডেমি, জেলা সমবায় অফিস, জেলা নির্বাচন অফিস, বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট, ধান গবেষণা ইন্সস্টিটিউট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা ক্ষুদ্র ও কুটির শিল্প করর্পোরেশন, শিশু একাডেমি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ডাক বিভাগ, ব্র্যাক, অগ্রগতি সংস্থা, উত্তরণ, স্বদেশ, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ও সূর্যের হাসি ক্লিনিক।
দুইদিন ব্যাপী তথ্যমেলায় রয়েছে সরকারি-বেসরকারি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান হতে তথ্য প্রদান, আলোচনা সভা, তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক অরিয়েন্টেশন, উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা, দুর্নীতিবিরোধী বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। ১১ ডিসেম্বর, বুধবার সন্ধ্যা ৬:০০টায় মেলার সমাপনী অনুষ্ঠান। প্রেসবিজ্ঞপ্তি