উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সাতক্ষীরা সংবাদদাতা:
সাতক্ষীরায় সর্ববৃহৎ মেধাবৃত্তি কিশোরকন্ঠ পাঠক ফোরামের ‘কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা—২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সাতক্ষীরা শহর পাঠক ফোরামের উদ্যোগে সাতক্ষীরা সরকারী বালিকা বিদ্যালয় কেন্দ্রে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল ও মাদরাসার ৪র্থ থেকে ১০ম শ্রেণির প্রায় ১২৯৮ জন শিক্ষার্থী অংশ নেয় এর মধ্যে ৫১০ জন ছেলে ও ৭৭৮জন মেয়ে।
শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে আসতে শুরু করে। তাদের সাথে শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দও আসেন। তারা এ বছরের বৃত্তি পরীক্ষার আয়োজন করায় সন্তোষ প্রকাশ করেন এবং কিশোরকন্ঠ পাঠক ফোরামকে ধন্যবাদ জানিয়ে বলেন, ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এ ধরণের আরও আয়োজন বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা পড়ালেখায় আরও মনোযোগী হবে এবং বই ছাড়াও বাহিরের জ্ঞান অর্জনে কিশোরকণ্ঠ সহায়ক ভূমিকা পালন করবে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার আবুল খায়ের, সাতক্ষীরা সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিচুর রহমান, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি আখতারুজ্জামান, সাতক্ষীরা সিটি কলেজের সাবেক প্রিন্সিপাল ইমদাদুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মিজানুর রহমান, সাংবাদিক আবু সাইদ বিশ^াস, পাঠক ফোরামের উপদেষ্ঠা মেহেদী হাসান প্রমুখ্য।
কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সাতক্ষীরা শহর শাখার চেয়ারম্যান আল মামুন পরিদর্শন শেষে বলেন, সারা দেশেই কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর ধারাবাহিকতায় সাতক্ষীরা শহরসহ প্রতিটা উপজেলায় কয়েক হাজার শিক্ষার্থী এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে, একজন শিক্ষার্থীকে পড়াশুনায় মনোযোগী করে গড়ে তোলা, তাদের জ্ঞান অর্জনে সহযোগিতা করা। আমরা চাই দেশে এমন একটি প্রজম্ম গড়ে উঠুক যারা আগামীর বাংলাদেশ সততা ও নিষ্ঠার মাধ্যমে নেতৃত্ব দিবে।

 

Check Also

তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।