স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সহকারী ডাঃ মাহমুদুল হাসানের আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি উপজেলা প্রতিনিধি।।অন্তর্বতীকালিন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের ব্যক্তিগত সহকারী ডা:মাহমুদুল হাসান আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। শুক্রবার(১৩ডিসেম্বর) দুপুরে তিনি হাসপাতাল পরিদর্শন করেন।
পরিদর্শন কালে তিনি স্টোর রুম,এক্সে রুম,পুরুষ ও মহিলা ওয়ার্ড ঘুরে ঘুরে দেখেন এবং রোগীদের সাথে কথা বলেন ও বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজ খবর নেন। হাসপাতালের জনবল কাঠামো উন্নয়ন,খাদ্যের মান বাড়ানো সহ বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের কথা বলেন। তিনি আরও বলেন,স্বাস্থ্য সেবা মানুষের দোড় গোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। আমরা চাই মানুষ যেন তার নিজ গ্রাম বা বাড়ী থেকে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারে-সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন,কাজ করতে যেয়ে আমরা কিছু বাধার সম্মুখীন হচ্ছি,সেটির একটি হল জনবল। সরকার পরিকল্পনা করছে কিভাবে এই জনবল বাড়ানো যায়। খুব অচিরেই এসব সকল সমস্যার সমাধান করা হবে। এসময় আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রসুন কুমার মন্ডল, সাতক্ষীরার সাবেক সির্ভিল সার্জন তৈয়বুর রহমান,ডা: আমিনুল ইসলাম,আশাশুনি উপজেলা জামায়াতের নব নির্বাচিত আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, সেক্রেটারী মাওঃ আনওয়ারুল হক,অফিস সহকারী জিএম জাহাঙ্গীর আলম,উপজেলা যুব জামায়াতের সভাপতি ডাক্তার রোকনুজ্জামান,সদর ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ আব্দুল্লাহ,কর্ম পরিষদ সদস্য এবিএম আলমগীর হোসেন পিন্টু,জামায়াত নেতা এস এম শহিদুজ্জামান বাবলু,সদর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল কাশেম,সেক্রেটারী হযরত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

Check Also

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তি পরীক্ষায় অংশ নিলেন উপদেষ্টা আসিফ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে পরীক্ষায় অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।