মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং
মাসুদ রানা, সাতক্ষীরা: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৯ টা ৩০ মিনিটে সাতক্ষীরা সদরের নিউমার্কেট চত্বরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং এর শুভ উদ্বোধন ঘোষণা করেন বৃহত্তর আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও আমজনতা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল, দীর্ঘ 16 বছরের স্বৈরাশাসনের জুলুম নির্যাতনের কারণে মানুষ তার বাক স্বাধীনতা হারিয়েছিল, ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থানের ফলে ৫ই আগস্ট দেশ দ্বিতীয়বারের মতো স্বৈরাচারমুক্ত হয়ে স্বাধীন হয়েছে।
তিনি আরো বলেন, আজকে মহান বিজয় দিবসে সাতক্ষীরা শহর শিবির যে মহতী উদ্যোগ নিয়েছে আমি তার জন্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই ফ্রী ব্লাড ক্যাম্পিং এর কারণে সাধারণ জনতা যাদের টাকা দিয়ে রক্তের গ্রুপ নির্ণয় করা কঠিন তারা বিনা খরচে তাদের রক্তের গ্রুপটি জানতে পারবে।
সভাপতি তার বক্তব্যে বলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি আদর্শ , মানবতাবাদী এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন সংগঠন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময় গরিব-দুঃখী মেহনতী মানুষের সুখ-দুঃখের অংশীদার হয়ে কাজ করে থাকে। যে সকল শিক্ষার্থীরা তাদের পড়ালেখার খরচ চালাতে সক্ষম নয় তাদেরকে শিক্ষা সামগ্রী বিতরণ ,শিক্ষার্থীদের কে শিক্ষাবৃত্তি প্রদান সহ বিভিন্ন মানব সেবামূলক কাজ করে থাকে। তারি ধারাবাহিকতা হিসেবে আজকে মহান বিজয় দিবস উপলক্ষে থ্রি ক্যাম্পিং আয়োজন করা হয়েছে আশা করি এই কল্যাণমূলক কাজের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশাপাশি আমজনতা বিনামূল্যে তাদের গ্রুপ টেস্ট করে জানতে পারবে।
সকাল থেকেই উৎসুক জনতার ভিড় দেখা যায় এই ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইনে এবং তারা এই বিনামূল্যে রক্তের গ্রুপটি জানতে পারায় ছাত্রশিবিরের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানায়। পাশাপাশি এই সংগঠনের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করেন।ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং টি দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
Check Also
সাতক্ষীরায় মোটরসাইকেল ও ট্রাকের মুখমুখি সংঘর্ষ, নিহত ২
এস.এম আব্দুল্লাহ :: সাতক্ষীরার ছয়ঘড়িয়ায় মোটরসাইকেল ও ট্রাকের মুখমুখি সংঘর্ষে দুই জন মোটরসাইকেল আরোহী নিহত …